আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। এবার অবশেষে এ বিষয়ে মুখ খুললেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আসলে সময়টা অনেক দূরের মনে হলেও মুহূর্তগুলো খুব দ্রুত চলে যায়। কেমন অনুভব করি, সেটাই মূল বিষয়। তবে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাই না।”
তিনি আরও জানান, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ২০২৪ সালটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। “এই বছরটায় নিয়মিত খেলতে পারা এবং শরীরের কেমন লাগছে—সেটাই আমার জন্য মুখ্য,” যোগ করেন মেসি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন এই কিংবদন্তি। ক্লাব ফুটবলের দীর্ঘ মৌসুম, ক্লাব বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ফিটনেস ধরে রাখাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
২০২৪ কোপা আমেরিকায় ইনজুরিতে ভুগেছেন মেসি। বেশ কিছু ম্যাচ মিস করেছেন, খেলেছেন শতভাগ ফিট না থেকেও। “এইভাবে শেষ হওয়া আমার জন্য দুঃখজনক,” বলেন তিনি।
তবে জাতীয় দলের প্রতি তার যে ভালোবাসা কম নয় , তা জানিয়ে মেসি বলেন, “এই দল যা করেছে এবং করছে, সেটি অসাধারণ। এর অংশ হতে পারা আমার জন্য গর্বের।”
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে অংশ নিলে মেসি হবেন ইতিহাসের প্রথম ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপ খেলেছেন। এখন পর্যন্ত তিনি খেলেছেন ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে।
ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন—২০২৬ বিশ্বকাপে মেসির ‘শেষ নাচ’ দেখা যাবে কি না।
আরআর/টিএ