চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম সীমা আক্তার, বয়স ২৫ বছর।
পুলিশ জানিয়েছে, স্বামী মাহমুদুল হক করিমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।
এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে করিম একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করলে সীমা গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকে। খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকায় থাকা তার মা-বাবাসহ এলাকাবাসী ছুটে গিয়ে সীমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করায়। এ সময় স্বামী করিম পালিয়ে যায়। এদিকে হাসপাতালে নিয়ে ভর্তির পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান স্ত্রী সীমা।
সীমা আক্তার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের গ্রামের আইয়ুব খান ও পারভীন আক্তারের মেয়ে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী করিম। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে রাত ৩টায় তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএ/টিএ