আইবুড়োভাত খাচ্ছেন 'শুভ বিবাহ'র তেজ, বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন হানি বাফনা

লাল পাঞ্জাবিতে সেজে খাওয়ার টেবিলে হানি বাফনা। সামনে থরে থরে রাখা পোলাও, মাছ, মাছের মুড়ো, মাংস, রকমারি মিষ্টি। টেবিলটিও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। পাশে প্রদীপ জ্বলছে। ঠিক যেমন আইবুড়োভাতে সাজিয়েগুছিয়ে খাওয়ানো হয়। অভিনেতা গালে হাত দিয়ে বসে। যেন ভাবছেন, কোনটা ছেড়ে কোনটা খাবেন! ছবি ছড়াতেই টেলিপাড়ায় শোরগোল, হানির সত্যিকারের আইবুড়োভাত! ধারাবাহিক ‘শুভ বিবাহ’তে অভিনয় করতে করতে তাঁরই এ বার বিয়ে!

সত্যি নাকি? আনন্দবাজার ডট কম যোগাযোগ করে জানতে চেয়েছিল। সকাল সকাল সেটে উপস্থিত ছোট পর্দার জনপ্রিয় নায়ক। শুটিংয়ে ব্যস্ত। তার ফাঁকেই বললেন, “যা দেখছেন তার প্রকৃত কারণ সকলেই জানেন। পুরোটাই ধারাবাহিকের চিত্রনাট্য মেনে। তার পরেও কী করে আমার বিয়ের গুঞ্জন ছড়াল, কে জানে! শুনে অবাক হয়ে গিয়েছি।”

ভাইরাল হওয়া দৃশ্যটি যে একেবারেই সত্যি নয়, জানানোর পাশাপাশি এ-ও বলেছেন, “সারা ক্ষণ শুটিং করছি। ছোট পর্দায় পরিশ্রম একটু বেশি। সে সব সামলে বিয়ে দূরের কথা, প্রেম করার পর্যন্ত সময় পাওয়া যায় না!” আপাতত তাই তিনি নিজের পেশার দিকেই বেশি মনযোগী। প্রেম, বিয়ে নিয়ে কিচ্ছু ভাবছেন না। পেশাজীবনকে আরও ছড়িয়ে দিতে বিশেষ কোনও পরিকল্পনা? যেমন, হইচই ওয়েব প্ল্যাটফর্মের সিরিজ় ‘নিখোঁজ’-এ আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে হানিকে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যেও ছিলেন তিনি।

এর পর কি তা হলে পাখির চোখ বড় পর্দা? প্রশ্নের জবাবে হানি বললেন, “ছোট পর্দায় কাজ করতে করতে অন্য কোনও মাধ্যমে কাজ করা খুব চাপের। ধারাবাহিকের শুটিং সিংহভাগ সময় নিয়ে নেয়। তাই আপাতত এতেই মনোযোগী। ছবি বা সিরিজ় নিয়ে ভাবার মতো অবকাশ নেই।”


আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ ১৭৯ রানের সহজ লক্ষ্য দিলো পাকিস্তানকে Apr 19, 2025
img
গ্যাসের মূল্যবৃদ্ধি শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে Apr 19, 2025
img
শেখ হাসিনা-কাদের-আসাদুজ্জামানসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা Apr 19, 2025
img
আরসিবির হারে ক্ষুব্ধ বীরু: ‘কমন সেন্স দেখাতে পারলেন না বিরাটরা’ Apr 19, 2025
img
‘মায়ায় জড়ানো এক নাম তা হলো তুমি’, অনন্তর জন্মদিনে বর্ষা Apr 19, 2025
img
হান্নান মাসউদ জানালেন, ছবির সেই অফিসটির মালিক কে Apr 19, 2025
img
‘বরবাদ’-এর প্রযোজকের অভিযোগ: হল মালিকরা দিচ্ছেন না আয়ের সঠিক হিসাব Apr 19, 2025
img
ডিপিএলে বিতর্কিত আউট ঘিরে তদন্ত, বিসিবি সভাপতির সতর্ক বার্তা Apr 19, 2025
img
অবৈতনিক মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল Apr 19, 2025
img
'চুরি-কালো টাকার ভোট দেখতে চায় না জামায়াত' Apr 19, 2025