জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, মায়ানমারের রাখাইনে নিরাপদভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিস্থিতি এখন নেই। তবুও সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে রোহিঙ্গা প্রত্যাবাসনের।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের সাংগ্রে পোয়ে বা জলকেলি উৎসব পরিদর্শন করতে গিয়ে একথা বলেন তিনি।
ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ক্যাম্প পরিদর্শনকালে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, আগামী বছর রোহিঙ্গারা যেন দেশে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে।
রাখাইন বর্ষ ১৩৮৭ বরণে কক্সবাজার শহরের ১২ টি সহ প্রায় ৪০ টি প্যান্ডেলে চলছে রাখাইন সম্প্রদায়ের সাংগ্রে পোয়ে বা জলকেলি উৎসব। ড. খলিলুর রহমান শুক্রবার সন্ধ্যায় শহরের পেশকার পাড়ার একটি রাখাইন পল্লীর আয়োজিত জলকেলি উৎসবের আলোচনা সভায় বলেন, চিরায়ত ঐতিহ্যবাহী এ উৎসবকে ধরে রাখতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন লা, রাখাইন সমাজকর্মী ডা. মায়েনুসহ অন্যরা বক্তব্য দেন।
এর আগে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই জলকেলি উৎসবে একে অপরের প্রতি মঙ্গল জল ছিটিয়ে অতীতের গ্লানি মুছে নেচে-গেয়ে নতুন বছরকে বরণ করেন রাখাইন তরুণ-তরুণীরা।
আরএম/টিএ