ট্রাম্পের ট্রান্সজেন্ডারদের পাসপোর্ট দেয়া বন্ধে নির্বাহী আদেশকে অসাংবিধানিক বললেন আদালত

ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি (লিঙ্গ নির্দিষ্ট নয়) মার্কিনদের পাসপোর্ট দেয়া বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নীতিকে অসাংবিধানিক বলে আদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক।স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) তিনি এ আদেশ দেন। তবে তিনি সারা দেশে এ নীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেননি ওই বিচারক।

মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পাসপোর্ট–সংক্রান্ত নীতি গ্রহণ করেছে। এর বিরুদ্ধে সাতজন ট্রান্সজেন্ডার মামলা করেন। বোস্টনের ডিস্ট্রিক্ট বিচারক জুলিয়া কোবিক এ নীতির ওপর প্রাথমিক স্থগিতাদেশ জারি করেন। এর ফলে মামলার সাতজন বাদীর মধ্যে ছয়জনের ওপর এই নীতি প্রয়োগ করা যাবে না।

কোবিক বলেন, এই পাসপোর্ট নীতি ও ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত সংশ্লিষ্ট নির্বাহী আদেশ লিঙ্গের ভিত্তিতে বৈষম্য তৈরি করে। এটি ট্রান্সজেন্ডার মার্কিনদের প্রতি ‘বিদ্বেষ’ থেকে উৎসারিত, যা যুক্তরাষ্ট্রের সংবিধানের পঞ্চম সংশোধনীতে রক্ষিত সমান সুরক্ষার নীতিমালার লঙ্ঘন।

ছয়জন বাদীর লিঙ্গ পরিচয়সহ পাসপোর্ট পাওয়ার অনুমতি দিতে পররাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিয়েছেন কোবিক। যদিও তিনি বলেছেন, মামলা বাদীরা দেখাতে পারেননি, কেন পুরো দেশে এই নীতির ওপর নিষেধাজ্ঞা দেয়া উচিত।

বাদীদের পক্ষে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবী লি নৌলিন-সোল এক বিবৃতিতে বলেন, ‘যাদের ওপর বিভ্রান্তিকর ও অসাংবিধানিক এই নীতির প্রভাব পড়বে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বিচারকের আদেশ কার্যকর করতে আমরা সাধ্যমতো সবকিছু করব, যাতে আমরা সবাই নিজেদের মতো বাঁচতে পারি।’

তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউস। বিচারকের ওই আদেশে পররাষ্ট্র দপ্তরকে তাদের নীতিমালা পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে। কেবল সেসব পাসপোর্ট ইস্যু করতে বলা হয়, যা ‘ধারকের (জন্মগত বা জৈবিকভাবে নির্ধারিত) লিঙ্গ পরিচয়কে যথাযথভাবে প্রতিফলিত করে।’


আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ ছাড়ার আগে জীবন নিয়ে আতঙ্কিত ছিলেন হাথুরু! Apr 21, 2025
img
শেখ হাসিনা এই দেশে আর পা ফেলতে পারবে না, ক্লিয়ার : মাসুদ কামাল Apr 21, 2025
img
সালমানের পর এবার তোর পালা, ফের অভিনেতাকে হুমকি বিশ্নোই গ্যাংয়ের Apr 20, 2025
img
একবার বিরতি দিয়ে একই ব্যক্তির তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীত্ব চায় বিএনপি Apr 20, 2025
img
এবার রোহিত শেট্টির ছবিতে যীশু! Apr 20, 2025
img
শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ ইসলাম Apr 20, 2025
img
যুক্তরাষ্ট্রে দামি পণ্যের পরিবহন স্থগিত করল ডিএইচএল এক্সপ্রেস Apr 20, 2025
img
চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িং বিমান Apr 20, 2025
img
স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এখন জিয়া মঞ্চের সভাপতি Apr 20, 2025
img
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে লজ্জায় লাল অভিষেক বচ্চন, ভিডিও ভাইরাল Apr 20, 2025