ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সন্দেহজনক আউট নিয়ে গত কয়েকদিন তোলপাড় হয়েছে দেশের ক্রিকেটে। বিসিবি হাস্যকরভাবে অভিযুক্ত ক্রিকেটারদের নিয়ে আউট হওয়ার দৃশ্য পুনঃমঞ্চায়নও করেছে। এসব নাটকীয়তার মাঝে আইসিসি সভায় যোগ দিতে দেশের বাইরে ছিলেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিক্সিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গত ৯ এপ্রিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচের দুটি আউটকে কেন্দ্র করে প্রিমিয়ার লিগে ফিক্সিং সন্দেহ দানা বাঁধে। টিভি রিপ্লেতে দেখা যায় স্বেচ্ছায় স্ট্যাম্পিং আউট হয়েছেন শাইনপুকুরের ব্যাটার রহিম আহমেদ এবং মিনহাজুল। যথেষ্ট সময় থাকার পরও এই দুজন ক্রিজে ব্যাট ছোঁয়ানোর কোনো চেষ্টাই করেননি! প্রকাশ্যে এমন ঘটনায় হতবাক হয়ে গেছে সবাই। সেই ভিডিও ফারুক আহমেদেরও নজরে এসেছে।
আজ শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ বলেন, ‘এই পাতানো খেলাটা দ্বিতীয় বা তৃতীয় ডিভিশনের ক্রিকেটে বড়হারে কমেছে। এটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়নি। পাতানো খেলা হলে ওই খেলা দিয়ে আপনি কোনোদিন ভালো ক্রিকেটার পাবেন না। আপনার সেরা ব্যাটারকে আপনি বলবেন ডাক মেরে আউট হতে। আপনার সেরা বোলারকে আপনি বলবেন ওয়াইড, নো দিতে- উইকেট না নিতে। আসলে এটা কোনো খেলা না।’
ওই ম্যাচ ঘিরে বিসিবির দুর্নীতি দমন ইউনিট তদন্ত করছে। ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করতে চান বিসিবি সভাপতি, ‘আমরা চেষ্টা করব…উদাহরণ তৈরি করা (শাস্তির) খুব জরুরি। এটা নিয়ে আমাদের একটা টেকনিক্যাল কমিটি আছে। আমি এসেছি ২-৩ দিন হয়েছে। এরমধ্যে আমরা চেষ্টা করব এটা নিয়ে একটা তদন্ত করতে। যদি তদন্তে কিছু পাওয়া যায় অবশ্যই শাস্তির ব্যবস্থা করব আমরা।
এমআর/এসএন