রাবির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে একাধিক ভুল ধরা পড়েছে। কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত এ ইউনিটের শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম শিফটের পরীক্ষায় কিছু প্রশ্নে সঠিক উত্তর ছিল না বা প্রশ্নে ত্রুটি ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব প্রশ্নে সমস্যা ছিল, সেগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর প্রদান করা হবে।

জানা গেছে, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় ৩ নম্বর সেটে কয়েকটি ত্রুটিপূর্ণ প্রশ্ন রয়েছে। সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন করা হয়েছে, ‘এমএনএ কোন দেশের বার্তা সংস্থা?’ উত্তর হিসেবে চারটি অপশন ছিল- ‘নেপাল’, ‘মিয়ানমার’, ‘ভুটান’, ‘মালদ্বীপ’। উল্লেখ্য, এমএনএ হচ্ছে মিডল্যান্ড নিউজ অ্যাসোসিয়েশন, যা ইংল্যান্ড ভিত্তিক একটি সংবাদপত্র প্রকাশনা সংস্থা।

তবে বার্তা সংস্থার জায়গায় বিমান সংস্থা হলে উত্তর হতো মিয়ানমার। এই অপশনটি উত্তরপত্রে ছিল। সে হিসেবে এমএনএর পূর্ণরূপ- ‘মিয়ানমার ন্যাশনাল এয়ারলাইন্স’।

বাংলা অংশে একটি প্রশ্নে ভুল বানান দেওয়া হয়েছে। প্রশ্ন করা হয়েছে, ‘অমোঘ-মহাপ্রাণ ধ্বনিগুচ্ছ হলো-’। উল্লেখ্য, বাংলা বর্ণমালায় ‘অমোঘ’ শব্দের কোনো ধ্বনিগুচ্ছ নেই। এটি হবে অঘোষ।

এ ছাড়া আরেকটি প্রশ্ন করা হয়েছে ‘দিলদরিয়া কোন সমাস?' সঠিক উত্তর রূপক কর্মধারয় সমাস তবে উত্তরের অপশনগুলোতে তা ছিল না। একই অংশে আরেকটি প্রশ্ন করা হয়েছে- ‘আন্না শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- আর+না। এই উত্তরটিও প্রদত্ত চারটি অপশনে পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ‘প্রশ্নপত্রে কিছু ভুল আছে বলে শুনেছি। তবে সেগুলো এখনো দেখিনি। তবে এতে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। যেসব প্রশ্নে ভুল আছে, সেগুলোর পূর্ণ নম্বর সুবিধা সব শিক্ষার্থী পাবেন। এটি মূলত প্রিন্টিংজনিত সমস্যার কারণে হয়েছে।

কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত এই ইউনিটের ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ, জেন-জি ও অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও প্রশ্ন এসেছে।

ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন করা হয়েছে, ‘শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম ‘উন্নত মম শির’-এর শিল্পী কে?’ উত্তর হিসেবে চারটি নাম ছিল ‘বীরেন সোম’, ‘কৌশিক সরকার’, ‘শহীদ কবির’, ‘চুনিলাল দেওয়ান’।

সাধারণ জ্ঞান অংশের আরেকটি প্রশ্নে এসেছে, ‘কোন সময়কালকে জেনারেশন-জি (জেন-জি)-এর ব্যাপ্তি ধরা হয়?’ উত্তর হিসেবে ছিল ‘১৯৬০-১৯৮০’, ‘১৯৯৭-২০১২’, ‘২০০১-২০২০’ ‘২০১০-২০২৪’।

এ ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে দুটি প্রশ্ন এসেছে। সাধারণ জ্ঞান অংশে প্রশ্ন করা হয়েছে, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কত তারিখে?’ এ ছাড়া আরেকটি প্রশ্নে বলা হয়েছে, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে?’

আরএ

Share this news on:

সর্বশেষ

img
সাকিবের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক Apr 21, 2025
img
বাগেরহাটে তৈরি নান্দনিক কাঠের ঘর যাচ্ছে বিদেশে Apr 21, 2025
img
ডিসেম্বরের মধ্যে ভোট চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি Apr 21, 2025
img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025