আড়াইহাজারে কৃষক লীগের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হঠাৎ করে মিছিল করেছে কৃষক লীগের একাংশ। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার সমর্থনে এই মিছিল বের করা হয়।

স্থানীয়ভাবে আয়োজিত মিছিলটির নেতৃত্ব দেন হাবিবুর রহমান মোল্লার অনুসারী হান্নান মিয়া ও রুবেল হোসেন।

জানা যায়, কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ৫৩ বছর উপলক্ষে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেফতার অভিযান পরিচালনা করছি।

আরএ

Share this news on:

সর্বশেষ