অল্প সময়ে সব কিছুর সংস্কার সম্ভব নয় : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান বা সংস্কার সম্ভব নয়।

শনিবার (১৯ এপ্রিল) এক আলোচনায় তিনি বলেন, সরকার এখন অন্তর্বর্তীকালীন দায়িত্বে রয়েছে, তবে জনগণের স্বার্থে কিছু ইতিবাচক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। যাতে ভবিষ্যতের রাজনৈতিক সরকার তা অনুসরণ করে অগ্রসর হতে পারে।

উপদেষ্টা জানান, তারা খুব অল্প সময়ের জন্য দায়িত্বে থাকাকালীন সংস্কার আনার চেষ্টা করছেন। দীর্ঘ মেয়াদে আইনি সংস্কার ও অন্যান্য কাজ রাজনৈতিক সরকারই করবে বলে তিনি উল্লেখ করেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের অর্থনীতির সার্বিক অগ্রগতি ও অর্জন সন্তোষজনক।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ৫৩ বছরেরও বেশি সময় ধরে সংগ্রাম করেছে এবং আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। কিন্তু নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা অনেক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি, যেগুলোকে মাইলফলক বলা উচিত।

তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে নিম্ন-মধ্যম আয়ের দেশের মর্যাদা থেকে উত্তরণ করেছি এবং বর্তমানে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি সম্ভব হয়েছে ধারাবাহিক সরকার এবং জনগণের প্রচেষ্টার কারণে।’

বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘ক্ষমতা গ্রহণের পরপরই আমরা কিছু প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হই। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি।

দেশের তরুণদের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বাস্তবে তাদের সম্ভাবনা বিশাল।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি তাদের প্রযুক্তি, দক্ষতা, শিক্ষা ও আধুনিক কৌশল বিষয়ে জ্ঞান দিতে পারি, তবে এটি অবশ্যই বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে।’

আরএ


Share this news on:

সর্বশেষ

তিন গুণেরও বেশি খরচ কমানো সম্ভব স্থানীয় সরকার নির্বাচনে Apr 21, 2025
img
প্রধান উপদেষ্টার চারদিনের কাতার সফর শুরু আজ Apr 21, 2025
লুট'পাট করে আ.লীগ নেতারা পালালেও ঋণ চেপেছে জনগনের ঘাড়ে Apr 21, 2025
মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিতে বড় পরিবর্তনের প্রস্তাব Apr 21, 2025
'পালাবো না' বলেও রেড নোটিশের মুখে ওবায়দুল কাদের Apr 21, 2025
জাহিদুলকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে দায়ী করলেন ছাত্রদল সভাপতি Apr 21, 2025
আইএমএফ’র টাকা নিয়ে যা বললেন গভর্নর Apr 21, 2025
এআই দিয়ে নারী রাজনীতিবিদদের অসম্মানিত করার আশঙ্কা রুমিন ফারহানার Apr 21, 2025
বিএনপি-আওয়ামী লীগ একই, এরা তরুণদের বাঁচতে দেবে না: ফরহাদ মজহার Apr 21, 2025
img
বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে রেল সংযোগ প্রকল্প স্থগিত করল ভারত Apr 21, 2025