আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার (২০ এপ্রিল) সকালে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, সরকারের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির জটিলতা এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রেক্ষাপটে শিগগিরই রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে আওয়ামী লীগ।
গত বছরের আগস্টে ছাত্র ও জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে সক্রিয় ছিলেন না। তবে সম্প্রতি রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের মিছিল-সমাবেশ দেখা যাচ্ছে। এসব কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
রাশেদ খান তার ফেসবুক পোস্টে বলেন, “খুলনায় আজকে সকাল ৭টায় আ.লীগ বিশাল মিছিল করেছে। দিন যতো যাচ্ছে, আ.লীগের মিছিলের সারি ততো বড় হচ্ছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাঁচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আ.লীগ।”
তিনি আরও উল্লেখ করেন, "ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের অগ্রগতি কেউ থামাতে পারবে না। আ.লীগ কোন ছোট শক্তি নয়। যদি তাদের হালকাভাবে নেওয়া হয়, তারা সংগঠিত হয়ে বড় ধাক্কা দিতে পারে।”
রাশেদ খানের মন্তব্য এমন সময় এলো যখন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর নির্দেশ দিয়েছেন। তবুও খুলনায় দলটির নেতাকর্মীরা একটি বড় মিছিল করেছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংলাপ এবং বোঝাপড়ার অভাব থাকলে রাজনীতিতে অস্থিতিশীলতা আরও বাড়তে পারে।
এসএস/এসএন