সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব

প্রসূতি নারীর সিজারের কথা অহরহ শোনা গেলেও এবার গাভীর সিজার করে বাচ্চা প্রসব করানো হয়েছে বরিশালের গৌরনদীতে। গত ১৩ এপ্রিল উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে চিকিৎসকের মাধ্যমে কৃত্রিমভাবে গাভীটির বাচ্চা প্রসব করানো হয়।

রোববার (২০ এপ্রিল) দুপুরে গাভীর মারিক শংকর হালদারের স্ত্রী পারুল হালদার বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসক জানান, ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়েছিল। ফলে অল্প বয়সে গর্ভধারণ ও বাচ্চা পরিপক্ব হওয়ায় সিজার করতে হয়েছে। এ ঘটনা লোক মুখে ছড়িয়ে পড়লে গাভী ও বাচ্চা দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে। এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শংকর হালদারের স্ত্রী পারুল হালদার জানান, গত ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হলে এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেওয়া হয়। অনেক চেষ্টা করেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করানো সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ডাক্তারদের খবর দেওয়া হয়। ওই দিন তারা এসে বাড়িতে বসে সিজারের মাধ্যমে গাভীর বাচ্চা প্রসব করাতে সক্ষম হন। এতে খরচ হয় ২০ হাজার টাকা। বর্তমানে গাভী ও বাছুর দুটিই ভালো আছে।

এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন বলেন, ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেওয়া হয়েছিল। এরপর থেকে মাঝেমধ্যেই গাভীটি দেখে আসতাম। ১৩ এপ্রিল দুপুরে গাভীর প্রসব বেদনা শুরু হলে আমাকে খবর দেওয়া হয়। পরে দীর্ঘক্ষণ চেষ্টা করে স্বাভাবিকভাবে প্রসব করাতে না পেরে উপজেলা ভেটেরিনারি সার্জনকে খবর দেওয়া হয়। এরপর তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করিয়েছেন। গৌরনদীতে এই প্রথম সিজারে কোনো গাভীর বাচ্চা প্রসব হয়েছে।

এ ব্যাপারে উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সিজারের মাধ্যমে গাভীটির বাচ্চা প্রসব করানো হয়েছে। বর্তমানে গাভী ও বাচ্চা সুস্থ আছে। গাভীটি কম বয়সে গর্ভধারণ এবং বাচ্চা পরিপক্ব হওয়ায় এমনটা হয়েছে।


 আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেফতার Apr 22, 2025
img
পাবনায় বিদেশি অস্ত্রসহ আটক ৪ Apr 22, 2025
img
বিএনপি ৩১ দফায় নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা এড়িয়ে গেছে Apr 22, 2025
img
এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড Apr 22, 2025
img
দলীয় শৃঙ্খলা ভঙ্গ : ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়কের পদ স্থগিত Apr 22, 2025
img
বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : অভিযুক্ত গ্রেফতার Apr 22, 2025
img
পতাকা বৈঠকের পর বাংলাদেশি কিশোরকে ফেরত দিল বিএসএফ Apr 22, 2025
img
বেহাত বিপ্লবের মূল্য জীবন দিয়ে দিতে হতে পারে : হাসনাত Apr 22, 2025
img
যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় আগ্রহ পুতিনের Apr 22, 2025
img
পোপের মৃত্যুতে ইতালির শীর্ষ লিগের ম্যাচ স্থগিত Apr 22, 2025