নেত্রকোনার আটপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার পিটুনিতে কায়সার ইমরান বাবুল (৫৯) নামে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল দুওজ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাবুলের সঙ্গে তার ভাই রতন ও ভাতিজাদের জমি ও সেচপাম্পের আয় ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার রাতে পারিবারিক আলোচনার একপর্যায়ে তর্কাতর্কি হলে রতন ও তার ছেলে বাপ্পি বাবুলের ওপর হামলা চালান। মারধরের একপর্যায়ে গুরুতর আহত বাবুল নিজ ঘরে গিয়ে পড়ে যান এবং সেখানেই মারা যান।
আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, “ঘটনার মূল ইন্ধনদাতা রতনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”