সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া চর এলাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২০ এপ্রিল) রাতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণ দেখা যায়।
ভিডিওটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে, যা দলীয় অনেক নেতাকর্মী নিজেদের আইডি থেকেও ছড়িয়ে দিয়েছেন। প্রায় ২ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে রাতের আঁধার এবং অংশগ্রহণকারীদের মুখে মাস্ক থাকায় কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মিছিলে অংশগ্রহণকারীদের “শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম”, “কে বলেরে মুজিব নাই, মুজিব আছে সারা বাংলায়”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে” ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে।
এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, “আমরা এখন পর্যন্ত মিছিলটির সুনির্দিষ্ট তথ্য পাইনি। তবে তথ্য পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”