‘আপাতত আর কোনও প্লট বরাদ্দ দেবে না রাজউক’

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেছেন, আপাতত আর কোনও প্লট বরাদ্দ দেবে না।

সোমবার (২১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ (ইউডিজেএফবি) আয়োজিত ‘সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে?’ শীর্ষক নগর সংলাপে এসব কথা বলেন তিনি।

মো. রিয়াজুল ইসলাম বলেন, আমাদের আপাতত কোনও জমি অ্যাকুইজিশন করে প্লট বরাদ্দ দেওয়ার কোনও টার্গেট নেই। অনেকে আমাকে বলে যে কোনও প্লট বরাদ্দ দেওয়া হবে কিনা। আমি বলে দেই ‘নো বরাদ্দ’। আমরা আপাতত কোনও প্লট বরাদ্দ দেবো না। আমাদের যে জায়গাগুলো আছে, সেগুলো আমরা আমাদের নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর জন্য আবাসন ব্যবস্থা করবো। এটা কিস্তিতে বা অন্য পদ্ধতিতে দেওয়া হতে পারে।

তিনি বলেন, আমাদের তিলোত্তমা বাদ, সব বাদ। আমরা এখন একটা বাসযোগ্য নগরী চাই। কারণ আমরা এখন অতীতে যেতে পারবো না। আমরা ঢাকাকে ডেমোলিশের (ধ্বংস) জন্য আর কিছু করতে পারবো না। আমরা যে জায়গায় আছি, তা নিয়ে সামনে এগোতে হবে। আর এটাকে যদি আমরা বাসযোগ্য করতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিছুটা দায়মুক্ত থাকবো।

রাজউক চেয়ারম্যান বলেন, আমরা সবাই একত্রিত হয়ে যদি একটা সিটি গভর্নমেন্ট হয়। ঢাকা শহরের উন্নয়নের জন্য যতগুলো সংস্থা আছে সবার এক ছাতার নিয়ে যদি আমরা একটা প্রোপার প্ল্যানিং করতে পারি এবং সে প্ল্যান যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে সমস্যা সমাধান হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, আমাদের জনঘনত্ব একটা সমস্যা। আর আমাদের সবার আইন না মানার একটা প্রবণতা রয়েছে। এ টু জেড সবার আইন না মানার প্রবণতা আছে। অনেকে বাড়ির দেয়াল দেয় রাস্তা ঘেঁষে। কিন্তু বাড়ির কলাম ঠিকই রাস্তা থেকে পাঁচ ফুট ভেতরে দেয়। কারণ তারা জানে কোন একদিন তাদের দেয়াল ভাঙা পড়বে। তারা কিন্তু আইন জানে, জেনেই ওরকম করে।

রাজউক চেয়ারম্যান আরও বলেন, নগরে বস্তি তৈরি হওয়ার জন্য মানুষ দায়ী। আমরা কাজের লোকে অভ্যস্ত। উন্নত বিশ্বে কয়টি বাড়িতে কাজের লোক আছে? কাজের মানুষদের আমরাই ঢাকা শহরে এনেছি। বস্তিগুলো তৈরি হওয়ার সুযোগ করে দিয়েছি। তাই আমরা নিজেরাই নিজেদের কাজগুলো কীভাবে করতে পারি, এ বিষয়েও পরিকল্পনা থাকা উচিত।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান। প্রবন্ধে তিনি বলেন, ঢাকা নগরের সমস্যাগুলো সমাধানে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয় না। ঢাকার বেশির ভাগ সমস্যা সমাধানে স্বল্পমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়। ফলে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিকল্পনাগুলোও শেষ হয়ে যায়, সমাধান আসে না।

থাইল্যান্ডের একটি প্রকল্পের উদাহরণ টেনে তিনি বলেন, মহল্লাভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে আগামী পাঁচ বছরে ঢাকা শহরের ৫০ ভাগ সমস্যা সমাধান করা সম্ভব। এসময় ঢাকার সমস্যাগুলো সমাধানে মহল্লাভিত্তিক প্রকল্প গ্রহণের পরামর্শও দেন তিনি।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকা শহর এখন একটা তাপের শহর হয়ে গিয়েছে। এটা একটা হিট চেম্বার হয়ে গেছে। ধারণ ক্ষমতার বেশি মানুষ এখানে রয়েছে। পৃথিবীর কোনও শহরে এতো মানুষ নেই। এতো মানুষ নিয়ে কখনও আমরা এই শহরকে একটা বসবাসযোগ্য করতে পারবো না। এখানে একটা সিলিং দিতে হবে। আর কত মানুষ এলে এখানে সিলিং দেওয়া হবে।

সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ মো. ফজলে রেজা সুমন। স্বাগত বক্তব্য দেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহ। সংলাপে আরও বক্তব্য দেন রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন-চলতি দায়িত্ব) মো. নুরুল ইসলাম, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ, স্থপতি সুজাউল ইসলাম খান প্রমুখ।

সংলাপ শেষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ঢাকাই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
'ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না, যেকোনো অভিযানের জন্য রয়েছে সম্পূর্ণ প্রস্তুত' Jul 15, 2025
img
ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস Jul 15, 2025
img
ফিটনেস ধরে রাখতে সপ্তাহে পাঁচ দিন খিচুড়ি খান কারিনা কাপুর Jul 15, 2025
img
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ : ড. কামাল Jul 15, 2025
সৌদিতে নিখোঁজ বাংলাদেশি কর্মকর্তা, রহস্য ঘনীভূত Jul 15, 2025
img
আগস্ট মাস থেকে ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার Jul 15, 2025
img
বুলবুল আহমেদকে হারানোর ১৫ বছর Jul 15, 2025
img
জুলাই কেন্দ্র করে ঢাবিতে দুটি নতুন দিবসের সূচনা Jul 15, 2025
img
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব নিতে আগ্রহী তাইজুল! Jul 15, 2025
img
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় সৌদি আরব Jul 15, 2025
img
প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা Jul 15, 2025
img
মার্কিন সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষা বিভাগ বন্ধের অনুমতি পেলেন ট্রাম্প Jul 15, 2025
img
জনসংখ্যার বড় অংশ তরুণ, এটা জাতির জন্য সুবর্ণ সময়: সিরাজ উদ্দিন Jul 15, 2025
img
জাতীয় সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত জরুরি: আলী রীয়াজ Jul 15, 2025
img
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন জেলেনস্কি Jul 15, 2025
img
মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার হলেন স্টার জলসার অভিনেত্রী Jul 15, 2025
img
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী নৌকাডুবে নিখোঁজ ১১ জন Jul 15, 2025
img
চলতি বছরের শেষে তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে : পরিবেশ উপদেষ্টা Jul 15, 2025
img
জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে কার্ড দেখাবে, এটি নিয়ে আলোচনার প্রয়োজন নেই: এম জাহিদ Jul 15, 2025
img
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ ড. ইউনুসের Jul 15, 2025