আমি অভদ্র মানুষের চরিত্রে অভিনয় করেছি : আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান সম্প্রতি চীনে গিয়েছিলেন। সেখানে ম্যাকাউ কমেডি ফেস্টিভ্যালের অংশ হয়েছেন তিনি। সেই দেশেও রয়েছে তার অসংখ্য অনুরাগী।

চীনে তার এক ফ্যান ক্লাবের সঙ্গে সময় কাটিয়েছেন আমির। তার আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে কথাও বলেছেন আমির। জানিয়েছেন, সেটি স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন’-এর ভারতীয় সংস্করণ। তার চরিত্রটি এক ‘রুড’ বাস্কেট বল কোচের।

আমির জানিয়েছেন, তার ‘সিতারে জমিন পর’ প্রায় তৈরিই হয়ে গেছে। সেটি ‘তারে জমিন পর’-এর সিক্যুয়েল। সেই ছবিতে আমিরকে শিক্ষক নিকুম্বের চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

 ‘সিতারে জমিন পর’-এ তার চরিত্রের নাম গুলশন। আমির বলেন, ‘গুলশন অভদ্র। নিকুম্বের ঠিক বিপরীত। গুলশন সবাইকে অসম্মান করে, পলিটিক্যালি ইনকারেক্ট। স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করে। সে বাস্কেট বল কোচ, সিনিয়র কোচকে ধরে মারে। লোকটার অনেক সমস্যা।’

শেষে বলেন, ‘সেই ‘অভদ্র’ মানুষটি কীভাবে পাল্টে যায়, সেটা নিয়েই ‘সিতারে জমিন পর’-এর গল্প। ১০জন ব্যক্তি, যাদের কোনও না-কোনও শারীরিক প্রতিবন্ধকতা আছে, তারাই গুলশনকে শুধরে দেয়। তাকে ভালো মানুষ তৈরি করে।’

আরএম/টিএ  


Share this news on: