ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বিশ্বে। ফ্রান্সিসের মৃত্যুর প্রতি শ্রদ্ধা রাখতেই তাই ইতালির শীর্ষ লিগ সিরি আর সব ম্যাচ বাতিল করা হয়েছে।
সোমবার ( ২১ এপ্রিল ) চারটি ম্যাচ হওয়ার কথা ছিল।
ম্যাচগুলো হচ্ছে তুরিনো-উদিনেস, কালিয়ারি-ফিওরেন্টিনা, জেনোয়া-লাৎসিও ও পার্মা-জুভেন্টাস। সব ম্যাচ বাতিল করে দিয়ে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শিডিউল জানিয়ে দেওয়া হবে।
সিরি আ লিগ কর্তৃপক্ষ ম্যাচ বাতিল করলেও অন্যান্য খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালির অলিম্পিক কমিটি। তবে ইভেন্ট শুরুর আগে এক মিনিটের নীরবতা পালন করার অনুরোধ করা হয়েছে।
ফ্রান্সিসের মৃত্যুতে অনেক ক্লাবই শোক প্রকাশ করেছে। তেমনি রোমা তাদের বিবৃতিতে লিখেছে, ‘তার মৃত্যু আমাদের শহর ও পুরো পৃথিবীতে শোকে ডুবিয়েছে। তার বিশ্বাস, নম্রতা, সাহস এবং ডেডিকেশন লক্ষ মানুষের হৃদয় স্পর্শ করেছে। আমাদের সময়ে নৈতিক রেফারেন্স ছিলেন তিনি।'
৮৮ বছর বয়সে ভ্যাটিকানে নিজ বাসায় পৃথিবীর মায়া ছাড়েন ফ্রান্সিস। দীর্ঘদিন ধরেই ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন তিনি। ২০১৩ সালে পোপ ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হন ফ্রান্সিস। পোপের দায়িত্ব নেওয়ার আগে তার নাম ছিল জর্জ মারিও বারগোগ্লিও। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর বুয়েনস এইরেসে জন্ম নেওয়া জর্জ মারিও দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ ছিলেন।
আর সব মিলিয়ে ২৬৬তম পোপ ছিলেন তিনি।
আরএম/টিএ