নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে গোপন বৈঠকের সময় রংপুর কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ২১ এপ্রিল ) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে আটক করা হয়। পরে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার দেখানো হয়। আব্দুল হান্নান শহীদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ জানায় ,সোমবার দুপুরে শহীদবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠক করছিলেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল হান্নান গ্রেফতার হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়।