আ.লীগের মিছিলের প্রস্তুতির সময় বিএনপি নেতার ছেলে গ্রেফতার

ফরিদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময় এক বিএনপি নেতার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার ঢাকা-ফরিদপুর মহাসড়কের মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (১৯), সোলাইমান মাতুব্বরের ছেলে হাসিবুল (১৯), ঝন্টুর ছেলে আকাশ (১৯), দাউদ শেখের ছেলে বিল্লাল হোসেন (১৯), গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২০), কোতয়ালি থানার চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের আসাদুজ্জামান মোল্যার ছেলে বাবু মোল্যা (১৯) এবং গন্দাখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে সোয়াদ (১৯)।

এদের মধ্যে, ফাহিম মাতব্বরের বাবা সালথা উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি ও রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি পদে রয়েছেন। তার চাচা লাবলু মাতুব্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। রবিউল ইসলামের বাবা বিএনপির সমর্থক। এ ছাড়া বিমল কুমার সরকার মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
 
ফরিদপুর কোতয়ালি থানার ওসি আসাদউজ্জামান বলেন, সরকারের বিরুদ্ধে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা লক্ষ্যে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করছিল তারা। এ সময় অনেকেই সেখানে জড়ো হন। তারা রেললাইনসহ মহাসড়কে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পুলিশ বিশেষ ক্ষমতা আইনে আটজনসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পাওয়া গেল পলকের সেই ‘সোয়েটার’ Apr 22, 2025
img
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাংলাদেশি প্রবাসীর Apr 22, 2025
img
সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে : রিজওয়ানা হাসান Apr 22, 2025
img
ইটনায় চাচার বিরুদ্ধে ভাতিজাকে হত্যার অভিযোগ Apr 22, 2025
img
সংস্কার রাষ্ট্রের বিষয়, তাই তাড়াহুড়া নয় : সালাহউদ্দিন Apr 22, 2025
img
প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে: ড. আলী রীয়াজ Apr 22, 2025
img
পাহাড়ি ঢলে বৃদ্ধি পাচ্ছে সোমেশ্বরীর পানি Apr 22, 2025
img
যশোরের টিআরএম প্রকল্প নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ Apr 22, 2025
img
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দিনের বৈঠক শুরু Apr 22, 2025
img
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারের নিঃশর্ত মুক্তির দাবি Apr 22, 2025