হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা

২-১ গোলের জয়। খেলা শেষের বাঁশি বাজার আগেই টার্ফ মুর স্টেডিয়ামে শুরু হয়ে গেল উৎসব। বার্নলি ফিরছে প্রিমিয়ার লিগে– এটাই উৎসবের কারণ। তবে উৎসব করতে গিয়েই কি না মাত্রা ছাড়িয়ে গেলেন বার্নলির সমর্থকরা। প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড়দের ওপর চড়াও হয়েছেন, মৌখিকভাবেও খুব একটা শোভনীয় ছিল না আচরণ।

শেফিল্ডের বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীর ওপরেই যেন যাবতীয় ক্ষোভ বার্নলি দর্শকদের। ম্যাচ শেষের পরপরই মাঠে ঢুকে পড়েন বার্নলি সমর্থকরা। এসময় উৎসব প্রকাশ করার পাশাপাশি প্রতিপক্ষ শেফিল্ডের বিভিন্ন খেলোয়াড়দের প্রতি মন্তব্যও করেছেন।

তবে ঠিক কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার ব্যাখ্যা এখন পর্যন্ত দিতে পারেনি ব্রিটেনের গণমাধ্যম। ডেইলি সান জানিয়েছে, সমর্থকরা একটা পর্যায়ে হামজার একেবারে কাছাকাছি গিয়ে উদযাপন শুরু করে। এসময় বার্নলির খেলোয়াড়রাও হামজার বিপক্ষে তর্কে জড়িয়ে পড়েন। ম্যাচ হারার পর অনেকটা সময় ধৈর্য্য ধরে রাখলেও একপর্যায়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাংলাদেশের এই তারকা।

তিনিও পাল্টা এগিয়ে যান বার্নলি সমর্থকদের দিকে। একপর্যায়ে একজন পুলিশ এসে হামজাকে সরিয়ে নেন। হামজার সতীর্থরাও এসময় এগিয়ে আসেন তাকে নিরাপদে সরিয়ে নিতে।

এদিকে গতকাল বার্নলির বিপক্ষে ২-১ গোলে হারের পর সরাসরি প্রিমিয়ার লিগে ফেরা অনিশ্চিত হয়ে গিয়েছে হামজা চৌধুরীর দলের জন্য। শেষ ৫ ম্যাচের মধ্যে ৪ ম্যাচই হেরেছে দ্য ব্লেডসরা। এই মুহুর্তে প্রিমিয়ার লিগে উঠতে তাদের খেলতে হবে প্লে-অফ। নকআউট পদ্ধতির সেই ম্যাচের পরেই নিশ্চিত হবে শেফিল্ড প্রিমিয়ার লিগে খেলবে কি না।

এই জয়ে বার্নলি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগে ফেরা। এই জয়ের পর অবশ্য লিডস ইউনাইটেডও নিশ্চিত করেছে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ। ৪৬ ম্যাচের লিগে ৪৪ ম্যাচ শেষে হামজার শেফিল্ডের পয়েন্ট এখন ৮৬। অন্যদিকে শেফিল্ডকে হারানোর পর বার্নলির পয়েন্ট সমান ম্যাচে ৯৪। লিডসের পয়েন্টও ৯৪। গোল ব্যবধানে শীর্ষে আছে লিডস, বার্নলি দুইয়ে। তিনে থাকা শেফিল্ডের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে আছে তারা।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
৮ মাসেও এটিএম আজহারের শুনানি না হওয়ায় বিস্মিত ও ব্যথিত জামায়াত Apr 22, 2025
img
কেন কখনো অভিনয়ে গেলেন না অমিতাভ-কন্যা শ্বেতা? Apr 22, 2025
img
তবে কি বিয়ে করবেন বলেই পুরনো বাড়ি ছেড়ে নতুন বাংলো কিনলেন আমির? Apr 22, 2025
img
জন্মহার বাড়াতে স্কলারশিপে সংরক্ষণ, নগদ প্রণোদনার ভাবনা ট্রাম্প প্রশাসনের Apr 22, 2025
img
অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন মহেশ বাবু Apr 22, 2025
img
‘ভুল সবই ভুল’ নিয়ে ফের মাত করলেন অপূর্ব-সাবিলা Apr 22, 2025
img
শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিলের বিষয়ে ভাবছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি Apr 22, 2025
img
চীন-আমেরিকা দ্বন্দ্বে ফায়দায় ভারত! Apr 22, 2025
img
আবারও পশ্চিমবঙ্গে পরিত্যক্ত ট্রলিব্যাগ থেকে তরুণীর মরদেহ উদ্ধার Apr 22, 2025
img
ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় ভারতে গ্রেফতার ৭ Apr 22, 2025