৮ মাসেও এটিএম আজহারের শুনানি না হওয়ায় বিস্মিত ও ব্যথিত জামায়াত

৮ মাসেও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি না হওয়ায় আমরা বিস্মিত, হতাশ বলে মন্তব্য করেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ৮ মাস আগে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। ফ্যাসিস্ট আমলে যারা জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন সবাই মুক্তি পেয়েছেন। কিন্তু মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাগারে। এ দায় সবার। তবে আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে।

পরে জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, আর পেছাবে না এটির শুনানি ৬ মে হবেই। এদিকে প্রসিকিউশন গাজী এম এইচ তামিম বলেন, তারাও এ মামলার শুনানিতে আগের মত ভুল বিচারের বিষয়টি তুলে ধরবেন। 

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। ৬ মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বলা হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির।

এদিন, জামায়াত নেতা আজহারের আপিল শুনতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল আপিল বিভাগে এসেছিলেন। এছাড়া জামায়াতপন্থি সব আইনজীবীও আদালত কক্ষে উপস্থিত ছিলেন।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটিতে ‘কর্মমুখী শিক্ষা’ চালু হবে: তারেক রহমান Apr 22, 2025
img
নয়তলার বারান্দা থেকে পড়ে প্রাণ গেল গৃহকর্মীর Apr 22, 2025
img
অনুরাগ কাশ্যপের মন্তব্যে তোলপাড়, অবশেষে চাইলেন ক্ষমা Apr 22, 2025
img
থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ Apr 22, 2025
এয়ারপোর্ট লুক নিয়ে চিন্তিত থাকতেন বিদ্যা! Apr 22, 2025
শান্তর খেলা ভালো লেগেছে; সিলেট টেস্ট জয়ের আশা করা যায়! Apr 22, 2025
মুশফিকুর এখন অচল; তাকে দলে আর সুযোগ দেওয়া উচিত না! Apr 22, 2025
ইন্টারপোলের রে"ড নো"টি"শে বেনজীর আহমেদ Apr 22, 2025
img
‘চা খাইয়ে বিদায়, দ্বিতীয়বার পুলিশে দিন’—তদবিরকারীদের নিয়ে কড়া অবস্থানে উপদেষ্টা Apr 22, 2025
কারা কর্তৃপক্ষ খুঁজে পেল পলকের ‘হারানো সোয়েটার’! Apr 22, 2025