‘ফেরেশতা বসালেও ভালো নির্বাচন সম্ভব নয়’ — ইসিকে জবাবদিহিতার আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, “ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন কমিশন ভালো নির্বাচন করতে পারবে না।” তার মতে, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন দলটির একটি প্রতিনিধি দল। বৈঠকে কমিশনের কাছে ৩১ দফা লিখিত সুপারিশ পেশ করা হয়।

সাইফুল হক বলেন, “কমিশন আচরণবিধির খসড়া তৈরি করেছে, কিন্তু সেটি এখনো প্রকাশ করেনি। আমরা সুপারিশ করেছি, একতরফাভাবে এই বিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলা-পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত করলেই তা কার্যকর ও গ্রহণযোগ্য হবে।”

তিনি আরও বলেন, “ইসি একটি স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান। তাদের ক্ষমতা ও সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি জবাবদিহিতার বিষয়টিও নিশ্চিত করতে হবে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ব্যত্যয় হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথ রাখা উচিত।”

ভোট আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, “আসলে নির্বাচন পরিচালনা করে ডিসি, এসপি, ওসি ও প্রশাসনের অন্যান্য সদস্যরা। রিটার্নিং অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই ইসির নিজস্ব জনবল বাড়িয়ে দায়িত্ব তাদের কাঁধে দেওয়ার পরামর্শ দিয়েছি।”

তিনি বলেন, “ইসিকে শুধু বসালেই হবে না, নির্বাচনের জন্য আন্তঃপ্রশাসনিক সহযোগিতা প্রয়োজন। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবে না। তাদের আন্তরিক সহযোগিতা, ইসি ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি অর্থপূর্ণ, কার্যকর নির্বাচন সম্ভব।”

সাইফুল হক জানান, নির্বাচন কমিশন ভোটার তালিকার কাজ শেষ করেছে এবং ডিসেম্বরকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “আমরা আশা করি, শিগগিরই রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করে ইসি নির্বাচনের নির্দিষ্ট রূপরেখা ও সময়সূচি ঘোষণা করবে।”


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কাশ্মীরে বেছে বেছে বিদেশি ও হিন্দুদের গুলি Apr 23, 2025
img
ভারতে অভিনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা, গোয়েন্দা কর্মকর্তা গ্রেফতার Apr 23, 2025
img
কাশ্মীরে জঙ্গি হামলায় গর্জে উঠলেন অক্ষয় Apr 23, 2025
img
কুয়েট ভিসি লজ্জায় পদত্যাগ না করলে বাধ্যতামূলক সরানো হোক: সারজিস আলম Apr 23, 2025
img
৮২ বছর বয়সেও ক্লান্তিহীন অমিতাভ, জানালেন ফিট থাকার রহস্য Apr 23, 2025
img
স্পাইডার-ম্যান হতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন! Apr 23, 2025
img
আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন Apr 22, 2025
img
ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প Apr 22, 2025
img
‘এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা-পয়সা নাই!’ Apr 22, 2025
img
আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল Apr 22, 2025