রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার বহুতল ভবনের ৯ তলার বারান্দা থেকে পড়ে আকলিমা (১২) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আ. রশিদ জানান, আমি পশ্চিম ধানমন্ডির ২২/এ, নতুন রোডের ১০/এ বাসার ৯ তলা ফ্ল্যাটে থাকি। ৩-৪ দিন আগে নাজমা বেগম নামে পূর্ব পরিচিত এক মহিলা ওই শিশুটিকে আমাদের বাড়িতে কাজের জন্য নিয়ে আসেন। তখন আমরা বলি ওর আইডি কার্ড লাগবে বাসা বাড়ি ঠিকানা লাগবে। এ কথা বললে নাজমা বেগম জানান ভাই এই শিশুটি তিন-চার দিন আগে রায়েরবাজার হাই স্কুলের ঢালে কান্না করছিল। আর আমাকে বলছিল আমাকে কোনো একটা কাজ দেন। ওর কান্না দেখে আমি আপনার কাছে নিয়ে এসেছি।
আপনি তো এর আগেও কয়েকজন ছোট মেয়েকে বাসায় রেখে বড় করে তাদের বিয়েও দিয়ে দিয়েছেন। এই ভরসায় আপনার কাছে নিয়ে আসলাম। ও খুব গরিব মানুষ ওর কেউ নাই। দেশের বাড়ি কোথায় সেটাও বলতে পারে না। তখন আমি নাজমা বেগমকে বলি ঠিক আছে রেখে যাও ও কয়েকদিন থাকুক দেখুক মন চাইলে কাজ কাম করবে।