বাবার মরদেহ রেখে এসএসসি পরীক্ষার হলে ছেলে

বাবার মৃত্যু শোক বুকে ধারণ করেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে খাইরুল বেপারী নামের এক শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে বাবার মৃত্যুর কিছুক্ষণ পরই খাইরুল পরীক্ষা দিতে যায়, বাড়িতে রেখে যায় বাবার মরদেহ।

খাইরুল বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। তার বাবা, আমজেদ বেপারী (৬৩), পেশায় দিনমজুর ছিলেন। তিন সন্তানদের মধ্যে খাইরুল সবচেয়ে ছোট, এবং বাবার উপার্জনেই চলত তাদের পড়াশোনার খরচ।

পরিবারের ভাষ্যমতে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আমজেদ বেপারী এবং অল্প সময়ের মধ্যেই তিনি হৃদরোগে মারা যান।

বুধবার সকালে খাইরুল বাবার দাফনের আগেই পরীক্ষাকেন্দ্র বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দেয়। সে ৬ নম্বর কক্ষে পরীক্ষা দেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান জানান, খবর পেয়ে তিনি খাইরুলের বাড়িতে গিয়ে তাকে মানসিকভাবে সান্ত্বনা দেন এবং সাহস জোগান।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী জানান, খাইরুলের পাশে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সে পরীক্ষাগুলো নির্বিঘ্নে দিতে পারে।


এসএস/টিএ


Share this news on: