বলিউডের অন্যতম আইকনিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’ মুক্তির ১৬ বছর পূর্ণ করবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। রাজকুমার হিরানী পরিচালিত এই সিনেমা শুধু বক্স অফিসে নয়, দর্শকের মনেও স্থায়ী ছাপ রেখে গেছে। এই বিশেষ দিনে সিনেমাটির সিক্যুয়েল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা শারমান যোশি।
গণমাধ্যমকে থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করা হলে শারমান বলেন, আমি সত্যিই চাই সিনেমাটারে সিক্যুয়েল হোক। তবে এ বিষয়ে আমাকে এখনো কিছু জানানো হয়নি।তিনি জানান, এর আগেও একাধিকবার সিক্যুয়েল নিয়ে গুঞ্জন ছড়ালেও সেগুলোর বেশিরভাগই পরে গুজব প্রমাণিত হয়েছে। অভিনেতা বলেন, একবার তো পরে জানা গেল, সেটা আসলে একটি বিজ্ঞাপনের কাজ ছিল। এবার দেখি সত্যি হয় কি না।
তবে গল্পের ধারাবাহিকতা নিয়ে সিদ্ধান্ত নেয়ার জায়গায় তিনি নিজেকে রাখছেন না। শারমান ভাষায়, এটা পুরোপুরি রাজকুমার হিরানী স্যার, অভিজাত যোশি স্যার আর আমির খানের ওপর নির্ভর করে। ওরাই বুঝবেন গল্প এগোনোর জায়গা আছে কি না। ১৬ বছর আগে ‘থ্রি ইডিয়টস’-এ কাজ করার স্মৃতি তুলে ধরে শারমান যোশি বলেন, আমি তখন জিমে সিক্স প্যাক বানাচ্ছিলাম। রাজু স্যার ফোন করে বলেছিলেন-‘আগামী তিন বছর জিমের মুখ দেখতে হবে না।’ আজও সিনেমাটার কথা ভাবলে মুখে হাসি চলে আসে
‘থ্রি ইডিয়টস’ সিনেমার আবেগঘন দৃশ্যগুলোর একটি ছিল শারমানের চরিত্রের আত্মহত্যার চেষ্টা। সেই দৃশ্য নিয়ে তিনি বলেন, প্রথমে শুধু আমাকে দাঁড়িয়ে অভিনয় করতে হচ্ছিল, কিন্তু সেটা কাজ করছিল না। পরে পরিবারের দৃশ্যগুলো যোগ করা হয় শেষে সেই ভাঙা বাতির শট। সেটাই দৃশ্যটাকে শক্তিশালী করে তোলে। এই দৃশ্য দর্শকদের কতটা নাড়া দিয়েছিল সে প্রসঙ্গে তিনি বলেন, অনেকে আমার বাবা-মাকে ফোন করে জানতে চাইতেন আমি ঠিক আছি কি না। এমনকি প্রিমিয়ারে আমার চার বছরের মেয়েও দৃশ্যটা দেখে কাঁদতে শুরু করেছিল।
সব মিলিয়ে, ১৬ বছর পরও ‘থ্রি ইডিয়টস’ যে দর্শকের আবেগে অটুট তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয়, সেই তিন বন্ধুর গল্প কি আবার বড় পর্দায় ফিরে আসে কি না।
আরআই/এসএন