উৎপাদন খরচ বেড়ে লোকসানের শঙ্কায় বোরো চাষিরা

চলতি বছর সার, বীজ, সেচ, কীটনাশকসহ নানা উপকরণের দাম বেড়ে যাওয়ায় লালমনিরহাটের বোরো চাষিদের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিশেষ করে সেচনির্ভর আবাদে ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং শ্রমিকের বাড়তি মজুরি কৃষকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। ফলে অতিরিক্ত খরচের বোঝা বইতে হচ্ছে চাষিদের, আর ধান বিক্রির মাধ্যমে সেই খরচ উঠে আসবে কি না তা নিয়ে দেখা দিয়েছে তীব্র অনিশ্চয়তা।

কৃষকরা বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় জমিতে নিয়মিত সেচ দিতে হচ্ছে, যা সেচের খরচ বহুলাংশে বাড়িয়ে দিয়েছে। মৌসুমের শেষে ধানের ন্যায্য দাম না পেলে তাদের উৎপাদন খরচ তোলা কঠিন হবে। তাদের হিসাব অনুযায়ী, এবার লালমনিরহাটে প্রতি বিঘা জমিতে বোরো ধান চাষে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার টাকা খরচ হচ্ছে। এই অবস্থায় কৃষকরা হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন এবং ধান-চালের দাম বাড়িয়ে সংগ্রহ অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৪৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই আগাম জাতের ধান কাটা-মাড়াই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা এখন বোরো ধানের খেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ নিড়ানি দিচ্ছেন, আবার কেউ আগত ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই সময়ে শ্রমিক সংকট প্রকট আকার ধারণ করেছে, যার ফলে মজুরিও আকাশছোঁয়া।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বোরো মৌসুমে এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে বোরো উৎপাদনের খরচ ছিল প্রায় ১২ হাজার ৫০০ টাকা। আর এ বছর তা দাঁড়াবে ১৮ হাজারেরও বেশি। গত বোরো মৌসুমে প্রতি বিঘা জমিতে সেচের খরচ ছিল ১ হাজার ২০০ টাকা, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ টাকায়। প্রতি কেজি বীজ ছিল ২০০ টাকা, এবার তা হয়েছে ৩৫০ টাকা। এ ছাড়া সার খরচ ২ হাজার থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে কীটনাশক ৬০০ থেকে বেড়ে ১ হাজার টাকা, ধান রোপণের মজুরি ৬০০ থেকে বেড়ে ৮০০- ১ হাজার হয়েছে। সবমিলিয়ে প্রতি বিঘা জমিতে বাড়তি পাঁচ হাজার টাকা।

কাকিনা চাঁপারতল এলাকার আহেদুল ইসলাম বলেন, মজুরি বেশি তাই পরিবারের সদস্যদের নিয়েই ধানের জমি পরিচর্যা করছি। বোরো ধান চাষাবাদের সঙ্গে প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আর তাই ধান উৎপাদনেও খরচ বাড়ছে। ডিজেলের দাম বেশি, একদিন পর পর পানি দেয়া লাগে জমিতে। সার দেয়া লাগতেছে ঘন ঘন। এমনটা হইলে আমরা কি বাঁচবো?’

একই এলাকার বর্গাচাষি বাবলু মিয়া বলেন, গত বছরের তুলনায় এ বছর বোরো ধান চাষাবাদে খরচ অনেক বেশি পড়ছে। গত বছর প্রতি ঘণ্টায় সেচের পানি নিতে খরচ পড়ত ১৫০-১৬০ টাকা। এ বছর তা বেড়ে হয়েছে ঘণ্টাপ্রতি ১৫০-২০০ টাকা। এ ছাড়া সার সংকট ও কিনতে হচ্ছে বাড়তি দামে, কীটনাশক ও বীজের দামও বেড়েছে। এক ঘণ্টার জায়গায় ৩ ঘণ্টা পানি দিতে হচ্ছে জমিতে। তেলের দাম বেশি, খরচ পড়ছে বেশি; পাশাপাশি সার পাওয়া যাচ্ছে না। সার পাওয়া গেলেও দামটা দ্বিগুণের বেশি। ফলন কমে গেছে আগের চেয়ে অনেক। কারণ একদিন পানি না দিলে হয় না। যদি বেশি করে পানি দেন তাহলে আবার পচন ধরে।’

তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর এলাকার কৃষক সাইদুল ইসলাম বলেন, ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় এবার সেচ খরচ বেশি পড়ছে। এ ছাড়া বীজসহ প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে।

সাইদুল ইসলামের মতো অন্য কৃষকরাও উৎপাদন খরচ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়। তারা বলছেন, প্রতিবছরই বোরো আবাদে খরচ বাড়ছে। তাই ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

সংশ্লিষ্টরা বলেন, মৌসুম শেষে ধানের উপযুক্ত দাম পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কৃষক। এ জন্য সরকারিভাবে ধান-চালের বাজার তদারকিসহ ধান সংগ্রহ অভিযান জোরদার করতে হবে। অপরদিকে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ালে কৃষকের ব্যয় কমবে। এতে অনেকটা সাশ্রয় হবে।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, কৃষিতে দিন দিন শ্রমিক সংকট হচ্ছে। এই এলাকার অধিকাংশ শ্রমিক দক্ষিণাঞ্চলে কাজ করতে যায়। তাই কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই। এতে কৃষকের চাষাবাদে সাশ্রয় হবে। বোরো চাষে অতিরিক্ত সেচ লাগে। খরচ কমাতে কৃষকদের পরিমিত সেচ এবং নিয়ম মেনে সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে বালাইকে দমন করার জন্য প্রয়োজনে কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আফগানদের হারিয়ে বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে গেল শ্রীলঙ্কা Sep 19, 2025
img
চবি ভিসি-প্রোভিসির সঙ্গে স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার মতবিনিময় Sep 19, 2025
img
কাশিমপুর থানা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি গ্রেপ্তার Sep 18, 2025
img
জ্যান ফ্রাইলিঙ্কের রেকর্ড ফিফটিতে জিম্বাবুয়েকে হারাল নামিবিয়া Sep 18, 2025
img
ইউরোপে ‘রোহিঙ্গা সংকট’ তুলে ধরার আশ্বাস দিল প্রতিনিধি দল Sep 18, 2025
img
রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল Sep 18, 2025
img
বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা Sep 18, 2025
নাহিদ ইসলামকে জেরা শেষে যা বললেন আসামি পক্ষের আইনজীবী Sep 18, 2025
img
আসিফ মাহমুদের নতুন এপিএস রাহাত Sep 18, 2025
img
মিথ্যা বলেছিলেন টিউলিপ: দ্য টাইমস Sep 18, 2025
img
প্রথম প্রেম মনে করার দিন আজ Sep 18, 2025
img
হিমাচলে বন্যার্তদের তোপের মুখে কঙ্গনা Sep 18, 2025
img
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির বিরোধিতা করলেন ট্রাম্প Sep 18, 2025
img
নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ Sep 18, 2025
img
নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে Sep 18, 2025
img

শেষ ওভারে নবির ৫ ছক্কা

শ্রীলংকাকে ১৭০ রানের টার্গেট দিল আফগানিস্তান Sep 18, 2025
img
আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়া তেজগাঁও কলেজের শিক্ষক গ্রেপ্তার Sep 18, 2025
img
সেপ্টেম্বরের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৭৭ কোটি মার্কিন ডলার Sep 18, 2025
img
বেনাপোল বন্দর দিয়ে ২ দিনে ভারতে ৫৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি Sep 18, 2025
img
যারা পিআর নিয়ে কথা বলে তারা নির্বাচনের বিরোধিতা করে : টুকু Sep 18, 2025