ধর্মনিরপেক্ষ ভারতের অন্যতম দুই তারকা শাহরুখ খান ও সালমান খান বহুবার শুধু তাদের পদবীর কারণে দেশবিরোধী বলে কটাক্ষের শিকার হয়েছেন। তা সত্ত্বেও তাঁরা আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সংস্কৃতি ও মানবতাবাদী মূল্যবোধকে বারবার তুলে ধরেছেন—সিনেমায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা হোক বা দুঃস্থদের পাশে দাঁড়ানোর স্বেচ্ছাসেবী কাজ।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মুখ খুলেছেন বলিউডের এই দুই সুপারস্টার। শাহরুখ বলেন, "এই ঘটনা অমানবিক। আমরা এক জাতি হিসেবে ন্যায়বিচার চাইছি।"
সালমান খান ক্ষোভ উগরে দিয়ে বলেন, "কাশ্মীর এখন নরক হয়ে গেছে। নিরীহ মানুষকে হত্যা করা মানবতাকে হত্যা করার সমান।"
এ ঘটনার বিরুদ্ধে প্রিয়াঙ্কা চোপড়াও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর মতে, "এই জঘন্য হামলা মানবতার বিবেককে নাড়া দেবে। মানুষ সেখানে আনন্দ করতে গিয়েছিল, অথচ প্রাণ হারাল সন্ত্রাসীদের নির্মমতায়।"