বলিউডের শক্তিশালী অভিনেতা মনোজ বাজপেয়ীর জীবনটা যতটা সরলভাবে পর্দায় দেখা যায়, বাস্তবে ততটাই অনাড়ম্বর ও মাটির কাছাকাছি। আজ ২৩ এপ্রিল, তাঁর জন্মদিনে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনের ভিত্তিতে উঠে এল অভিনেতার ব্যক্তিগত জীবনের এক মজার দিক।
মনোজ বাজপেয়ী বেড়ে উঠেছেন দারিদ্র্যের মধ্যে। তাই ছোটবেলা থেকেই বাজার করা, দরাদরি করা তাঁর জীবনের অভ্যাসে পরিণত হয়েছে। আজও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও এই অভ্যাস তিনি ছাড়তে পারেননি। বাজারে গিয়ে দামাদামি করতে তাঁর কোনো দ্বিধা নেই। তবে এতে ঝামেলা বাঁধে ঘরে ফিরে। কারণ, তাঁর স্ত্রী শাবানা এই অভ্যাস একদমই পছন্দ করেন না।
মনোজের ভাষায়, “আমি যখন বাজারে দরাদরি করি, শাবানা তখন এমন ব্যবহার করে যেন আমি ওর পরিচিতই নই! ও খুব বিব্রত হয়।” এমনকি সবজিওয়ালারাও তাঁকে বলেন, “আপনি এত বড় অভিনেতা হয়ে এসব করছেন, মানায় না!”
মজার ব্যাপার হলো, শাবানাও আগে অভিনয় জগতের অংশ ছিলেন এবং তিনিও খরচ বাঁচিয়ে চলার পক্ষে। তবে দরাদরির জায়গায় নয়—তিনি পরিবেশবান্ধব জীবনধারার দিকে ঝুঁকেছেন। বাজারে কাপড়ের থলে ব্যবহার করেন, মাঝেমধ্যে ভাঙারি বা ব্যবহৃত জিনিসের দোকানেও যান।
মনোজ বাজপেয়ী ওটিটি প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের মাধ্যমে। সম্প্রতি তাঁকে দেখা গেছে ওয়েব ফিল্ম ‘ডেসপ্যাচ’-এ। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শিগগির মুক্তি পাবে ‘দ্য ফ্যামিলি ম্যান ৩’।
এসএস/টিএ