৬০০ কোটির ক্লাবে ছাভা, ইতিহাস গড়লেন ভিকি কৌশল

ঐতিহাসিক বীর সম্ভাজি মহারাজের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘ছাভা’ বক্স অফিসে ইতিহাস গড়েছে। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত এ সিনেমা ভারতের বক্স অফিসে ৬০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

১৪ ফেব্রুয়ারি মুক্তির পর থেকে দাপটের সঙ্গে চলা ‘ছাভা’ বলিউডের ইতিহাসে মাত্র তৃতীয় চলচ্চিত্র, যা ৬০০ কোটির ক্লাবে ঢুকেছে। এর আগে ‘পুষ্পা ২ (হিন্দি)’ এবং ‘স্ত্রী ২’ একই কৃতিত্ব অর্জন করেছিল।

সিনেমাটির এই অসাধারণ সাফল্যে খুশি ভিকির বাবা এবং অভিজ্ঞ স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশল। তিনি সিনেমার একটি পোস্টার শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “৬০০ নট আউট! ছাভা ৬০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। সর্বকালের ব্লকবাস্টার।”

ছাভার গৌরবময় যাত্রায় যুক্ত হয় আরও একটি সাফল্য। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সিনেমাটির সাপ্তাহিক আয়ের হিসাব তুলে ধরেন এবং জানান, এটি বর্তমানে ভিকি কৌশলের ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা।

ছবিতে সম্ভাজি মহারাজের স্ত্রী যশোবাই ভোঁসলের চরিত্রে অভিনয় করা রাশমিকা মান্দানাও এক্স (সাবেক টুইটার)-এ ছাভার সাফল্য উদযাপন করেছেন। তিনি লিখেছেন, “তোমরা সবসময় আমাদের খুশি করো।”

বিশ্বজুড়ে আয়েও ‘ছাভা’ পিছিয়ে নেই। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৮০৭ কোটি টাকা, যা বলিউডের ইতিহাসে বিরল এক অর্জন।

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় দুই মাস পর ‘ছাভা’ মুক্তি পায় নেটফ্লিক্সে। OTT প্ল্যাটফর্মেও সিনেমাটি ব্যাপক প্রশংসা কুড়ায়, বিশেষ করে ভিকি কৌশলের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।


এসএস/টিএ

Share this news on: