মধ্য ভূমধ্যসাগরে ২ শতাধিক অভিবাসী উদ্ধার

মধ্য ভূমধ্যসাগরে তিনটি নৌকা থেকে ২০০’র বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দুটি মানবিক সংস্থা। এছাড়া, লিবিয়ার উপকূল থেকে যাত্রা করা আরও ৭২ জনের নিখোঁজ থাকার সম্ভাবনা রয়েছে। জার্মান এনজিও সি-আই এবং সি-ওয়াচ জানায়, তারা গত শনি ও রবিবার তিনটি আলাদা উদ্ধার অভিযানে অংশ নিয়ে এসব অভিবাসীদের রক্ষা করেছে।

সি-ওয়াচ পরিচালিত আস্ট্রাল নামের একটি ছোট নৌকা শনিবার দুটি নৌকায় থাকা প্রায় ১৪০ জন অভিবাসীকে খুঁজে পেয়েছে।

কিন্তু সে নৌকায় ধারণক্ষমতা না থাকায় অভিবাসীদের উদ্ধার না করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি অস্ট্রালের কর্মকর্তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়।

পরের দিন রাতে সি-আই-৫ উদ্ধার জাহাজ দ্বিতল কাঠের একটি নৌকা থেকে ৭৬ জন অভিবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়। সাগরে ঢেউ ও অন্ধকারের কারণে উদ্ধার অভিযানটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

উদ্ধার হওয়া অনেকেই পানিশূন্যতা, হাইপোথার্মিয়া, বমি ও চরম ক্লান্তিতে ভূগছিল। কয়েকজনকে সি-আই-৫-এর মেডিক্যাল ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। পরে তাদের অবস্থার উন্নতি হয় বলে জানিয়েছে এনজিওটি।
ইতালি কর্তৃপক্ষ জাহজটিকে দক্ষিণ ইতালির রেজ্জো দ্য কালাব্রিয়া বন্দরে অবতরণের নির্দেশ দিলেও আবহাওয়ার কারণে জাহাজটি লাম্পেদুসা দ্বীপে অভিবাসীদের নামাতে বাধ্য হয়।

অন্যদিকে সোমবার ইতালির রাভেন্না বন্দরে পৌঁছয় লাইফ সাপোর্ট নামের আরেকটি উদ্ধার জাহাজ। যেটি লিবিয়ার উপকূল থেকে পাঁচ দিন আগে ৮২ জনকে উদ্ধার করেছিল, যাদের মধ্যে ১১ জন নারী।

নৌকাটি দীর্ঘ ১৪ ঘণ্টা সাগরে ভেসে ছিল এবং অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকার রাবার টিউবগুলো অর্ধেক ডুবে গিয়েছিল।

এ ছাড় ১২ এপ্রিল লিবিয়ার সাবরাথা এলাকা থেকে রওনা হওয়া ৭২ জন অভিবাসী এখনো নিখোঁজ রয়েছে। ইতালীয় সাংবাদিক সার্জিও স্কানডুরা জানিয়েছেন, এই যাত্রাপথে দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল।
ফলে অনেকেই নৌকাটি সাগরে ডুবে যাওয়ার আশঙ্কা করছেন।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগরে তিন শতাধিক অভিবাসী প্রাণ হারিয়েছে।

২০১৪ সাল থেকে আজ পর্যন্ত এই রুটে প্রাণ হারিয়েছে ২৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ছিল শিশু, যা গড়ে প্রতিদিন একটি শিশুর মৃত্যুর ইঙ্গিত দেয়।

এনজিওগুলো বারবার সতর্ক করছে, মধ্য ভূমধ্যসাগরের এই রুটটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসনপথ। শুধু কিছু মানবিক জাহাজ এই বিশাল সাগরের খুব অল্প অংশেই টহল দেয়।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শিক্ষক বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ Apr 24, 2025
img
আগস্টের আগে আমরা কোনো অনুষ্ঠানে যেতে পারিনি : বিএনপি নেতা দুলু Apr 24, 2025
img
অবশেষে কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি Apr 24, 2025
img
ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব পাচ্ছেন ফাহিম Apr 24, 2025
img
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক Apr 24, 2025
img
‘আমার স্ত্রীর সঙ্গে এমন করলে খুব পেটাতাম’- উদিত প্রসঙ্গে অভিনেতা Apr 24, 2025
img
টেস্ট দলে ডাক পাওয়ার খবরে ‘ঘেমে গিয়েছিলেন’ তানভীর Apr 24, 2025
img
আনিসুল হকের আস্থাভাজন তৌফিকার ৩৭ ব্যাংক হিসাব ফ্রিজ Apr 24, 2025
img
ছাত্রদল নেতার ক্লাব থেকে যুবলীগ নেতা গ্রেফতার Apr 24, 2025
img
নিজ বাসা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার Apr 24, 2025