ঢাকা-নোয়াখালী পথে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে হাত কেটে ফেলা এক যাত্রী ট্রেনেই সেবা পেয়েছেন। উপকূল এক্সপ্রেস ট্রেনের ফেসবুক পেজের তৎপরতার ওই যাত্রী প্রাথমিক চিকিৎসা সেবা পান।
খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি নরসিংদী পার হওয়ার সময় সিটের পাশের জানালা খুলতে গিয়ে আঘাত পান কসবার এক প্রবীণ ব্যক্তি। এ সময় রনি ভূঁইয়া নামে এক যাত্রী বিষয়টি উপকূল এক্সপ্রেস ট্রেনকে ঘিরে বেসরকারিভাবে গড়ে উঠা ফেসবুক পেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।সঙ্গে সঙ্গে মহিউদ্দিন রাফি নামে এক স্টুয়ার্ড ফাস্ট এইড বক্স নিয়ে এসে ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন।
উপকূল পেজের এডমিন মো. মঈন মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই পেজের মাধ্যমে ট্রেনের অবস্থান সম্পর্কিত সেবাসহ যাত্রীদেরকে নানাভাবে সহযোগিতা করা হয়। উপকূল এক্সপ্রেসে কর্মরতরাসহ সাধারণ যাত্রীরাও এ কাজে সহায়তা করেন।
এমআর/টিএ