অভিনয়ে হিমির অনন্য মাইলফলক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন ১০৯ টিরও বেশি নাটক। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন।

হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী রিমু রোজা খন্দকার। প্রিন্সেস টিনা খানের মেয়ে অভিনেত্রী রিমু রোজা খন্দকার অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন। 

যেখানে লেখা আছে, ‘অভিনন্দর জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ড্রাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯ টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’

পোস্টের সাথে হিমিকে অভিনন্দন জানিয়ে রিমু রোজা খন্দকার লিখেছেন, ‘আপনার জন্য গর্বিত, এভাবেই এগিয়ে যান।’

এদিকে তার এই সাফল্যে ভক্ত-অনুরাগীরা শুভ্চ্ছো জানিয়েছে। একজন ভক্ত কমেন্ট বক্সে লিখেছেন, ‘আপনাকে অভিনন্দন।’ আরেকজনের কথায়, হিমির এই সাফল্যের জন্য অভিনন্দন জানায়, ‘আপনি আরও ভালো নাটক ‍উপহার দিবেন আশা করি।’

প্রসঙ্গত, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪-তে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে নাটকে অভিনয় করতে শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি। 

এসএম/টিএ

Share this news on: