ঘরের মাঠের সুবিধা পাচ্ছে না আইপিএলের দলগুলো, পেছনের কারণ জানালেন দ্রাবিড়

এবারের আইপিএলে ঘরের মাঠেও সুবিধা করে উঠতে পারছে না অধিকাংশ দল। পরিচিত কন্ডিশন, পছন্দের পিচ সবই যেন ব্যর্থ। একের পর এক ম্যাচে হারের মুখ দেখছে দলগুলো, বিশেষ করে কলকাতা, বেঙ্গালুরু আর হায়দরাবাদ। এমন পরিস্থিতির পেছনে একটি সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। তাঁর মতে, বড় নিলামের পর এটা প্রথম আসর হওয়ায় অনেক ক্রিকেটারই এখনও নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি।

দিল্লি, গুজরাত এবং মুম্বই ঘরের মাঠে হারের চেয়ে বেশি জিতেছে। বাকি সব দলে অবস্থা খারাপ। বেঙ্গালুরু ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করেছে। তারা নিজেদের মাঠে বৃহস্পতিবার চতুর্থ ম্যাচ খেলতে নামছে রাজস্থানের বিরুদ্ধে।

তার আগের দিন রাজস্থানের কোচ দ্রাবিড় বলেন, “দলগুলো যে রকম পিচ চাইছে সে রকম পাচ্ছে কি না, সেটা ঠিক জানি না। তবে সবক’টা দলই নতুন করে তৈরি হয়েছে তাই না? মহা নিলামের পর এ বারই সবাই খেলতে নেমেছে। অনেকেই হয়তো কোনও কোনও মাঠে প্রথম বার খেলছে। তাদের কাছে হয়তো সেটা ঘরের মাঠ নয়।”

ব্যাপারটি উদাহরণ দিয়েছে বুঝিয়েছেন দ্রাবিড়। তাঁর কথায়, “ফিল সল্টের মতো ক্রিকেটারকে ধরুন। আগের বছর কেকেআরে ছিল। এ বার বেঙ্গালুরুতে খেলছে। নীতীশ রানা আগে আমাদের দলে ছিল না। এ বার জয়পুর ওর কাছে নতুন মাঠ।”

দ্রাবিড়ের সংযোজন, “মহা নিলামের পর দল পরিবর্তন হলে, শুরুতেই হয়তো ঘরের মাঠের সুবিধা পাওয়া যাবে না। তবে আইপিএলের পরের দিকে দলগুলো নিজেদের শক্তিকে ঘরের মাঠে আরও বেশি কাজে লাগাতে পারবে। হয়তো বিপক্ষ দলকে হারিয়েও দিতে পারবে।”

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কৌশানির বক্স অফিস দাপট, ঈর্ষায় কাতর বনি! Apr 24, 2025
img
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন : মার্চে সড়কে নিহত ৬১২, আহত ১২৪৬ Apr 24, 2025
img
টেস্ট দলে কেন ডাক পেলেন বিজয় জানালেন প্রধান নির্বাচক Apr 24, 2025
img
ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মী গ্রেফতার Apr 24, 2025
img
মধ্যরাতে শীর্ষ পাক কূটনীতিককে ভারতের তলব Apr 24, 2025
img
কঠিন সময়ে বিষও হজম করে ফেলেন শাহরুখ : তিগমাংশু Apr 24, 2025
img
কাশ্মীর আক্রমণে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সাবেক পাক ক্রিকেটারের বিস্ফোরক অভিযোগ Apr 24, 2025
img
সরকারি চাল আত্মসাতে কুমিল্লার বিএনপি নেতার ৬ মাস কারাদণ্ড Apr 24, 2025
img
কাশ্মীর হামলায় ভারতই জড়িত : পাকিস্তানি বিশেষজ্ঞরা Apr 24, 2025
img
গরমে ত্বকের সুরক্ষায় আমলকি Apr 24, 2025