পহেলগাঁম হামলার পর প্রভাসকে ঘিরে তীব্র সমালোচনা, কারণ কী?
মোজো ডেস্ক 03:13PM, Apr 24, 2025
সম্প্রতি বহু বছর পর বলিউডের ছবিতে অভিনয় করেছেন পাক অভিনেতা ফাওয়াদ খান। বিপরীতে বলিউড নায়িকা বাণী কাপুর। ছবির নাম আবির গুলাল।
পহেলগাঁমের ভয়াবহ ঘটনার প্রতিবাদে গোটা দেশে গর্জে উঠেছে। পহেলগাঁমের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকদের রোষে পড়েছে পাকিস্তান। দেশের সাধারণ মানুষ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষরাও, গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন। সেই নিন্দাকে সঙ্গে পাক অভিনেতাদের বয়কট করার ডাক উঠেছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।
সম্প্রতি বহু বছর পর বলিউডের ছবিতে অভিনয় করেছেন পাক অভিনেতা ফাওয়াদ খান। বিপরীতে বলিউড নায়িকা বাণী কাপুর। ছবির নাম আবির গুলাল। পহেলগাঁওয়ের ঘটনার পরে সোশাল মিডিয়ায় ফাওয়াদকে বয়কট করার ডাক উঠেছে। আর এবার পাক কন্যা অভিনেত্রী ইমান ইসমাইলকে বয়কট করার ডাক উঠল। তবে শুধুই ইমান নয়, পাক অভিনেত্রীর বিপরীতে কাজ করার কারণে প্রভাসকেও বয়কট করার ডাক উঠল সোশাল মিডিয়ায়।
ইমান ইসমাইল। দক্ষিণী নায়ক প্রভাসের নতুন ছবি ফৌজির নায়ক। সোশাল মিডিয়ায় রটেছে, ইমানের জন্ম পাকিস্তানে। তার বাবা ছিলেন সেনাকর্মী। তবে অভিনেত্রীর পরিবার এই মুহূর্তে থাকেন আমেরিকায়। প্রভাসের এই ফৌজি ছবি থেকেই তাঁর সিনেমা কেরিয়ার শুরু। এই মুহূর্তে ইমান দুবাইয়ে রয়েছেন ফৌজি ছবির প্রচারে। তার মাঝেই নায়িকাকে বয়কটের ডাক। পহেলগাঁম হত্যালীলার তীব্র নিন্দা করে, পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছেদ করতেই অভিনেতা ও অভিনেত্রীদের বয়কটের ডাক।