আইপিএল ২০২৪-এ দুর্দান্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়েলসের বিপক্ষে ৪২ বলে ৭০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটসম্যান। ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ২টি ছক্কায়।
এই ইনিংসের মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়ার রেকর্ড গড়েছেন কোহলি। তার ফিফটির সংখ্যা এখন ৬২, যা ছাড়িয়ে গেছে পাকিস্তানের বাবর আজমের ৬১ ইনিংসকে। এই তালিকায় এরপর রয়েছেন ক্রিস গেইল (৫৭), ডেভিড ওয়ার্নার (৫৫), জস বাটলার ও ফাফ ডু প্লেসি (৫২ করে)।
মোট টি-টোয়েন্টি ক্যারিয়ারে আগে ও পরে ব্যাটিং মিলিয়ে কোহলির ফিফটি ছোঁয়া ইনিংস এখন ১১১টি—গেইলের ১১০ ইনিংসকে ছাড়িয়ে গেছেন তিনি। এই তালিকায় তার ওপরে আছেন কেবল ডেভিড ওয়ার্নার (১১৭ ইনিংস)।
এই ১১১ ইনিংসে কোহলির রয়েছে ৯টি শতক ও ১০২টি অর্ধশতক। ফিফটির সংখ্যায় (১০২) তার ওপরে কেবল অস্ট্রেলিয়ান ওপেনার ওয়ার্নার (১০৯টি)।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়া কোহলি আইপিএলে এখন পর্যন্ত ৯ ইনিংসে করেছেন ৫টি ফিফটি। তার শেষ ছয় ইনিংসের চারটিতেই এসেছে অর্ধশতক। চিন্নাস্বামী স্টেডিয়ামে এবার চার ইনিংসে প্রথমবারের মতো ফিফটি করলেন তিনি।