দক্ষিণ আফ্রিকা এইচপি দলের বিপক্ষে আসন্ন হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মে মাসের প্রথম সপ্তাহে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা এইচপি দল, আর তার আগেই সব বিভাগে কোচ নিয়োগ দিয়েছে বিসিবি।
ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডেভিড হেম্প, পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার কলি কলিমোর। স্পিন বোলিং বিভাগে কাজ করছেন আরশাদ খান।
সবশেষে নিয়োগ দেওয়া হলো ব্যাটিং কোচ। দীর্ঘ আলোচনা শেষে সাবেক অধিনায়ক রাজিন সালেহকে এইচপির ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা পোস্ট-কে।
আগামী ২৮ এপ্রিল এইচপি দলের চেয়ারম্যান মাহবুবুল আনাম কোচিং স্টাফদের সঙ্গে সভায় বসবেন। ৪ মে থেকে শুরু হবে অনুশীলন, যেখানে এইচপি সিরিজে অংশ নেওয়া ক্রিকেটাররাও যোগ দেবেন। সিরিজ শেষে ১০ জুন থেকে এইচপি দলের পুরোদমে ক্যাম্প শুরু হবে, যা সারা বছর ধরে চলবে।
উল্লেখ্য, রাজিন সালেহ এর আগেও এইচপি দলের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি ডিপিএল, বিপিএল, এনসিএলসহ দেশের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এমনকি জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এসএস