তিন আন্তর্জাতিক গেমসে বাংলাদেশের প্রস্তুতির দায়িত্ব নিল জাতীয় ক্রীড়া পরিষদ
মোজো ডেস্ক 11:22PM, Apr 24, 2025
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে তিনটি আন্তর্জাতিক গেমসে অংশ নেবে বাংলাদেশ। এই তিনটি মাল্টি-স্পোর্টস ইভেন্টের জন্য দেশের ক্রীড়াবিদদের প্রস্তুতির দায়িত্ব এবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পরিবর্তে দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি)।
গতকাল বিওএর নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, তিনটি গেমসের জন্য বাংলাদেশ যেসব ডিসিপ্লিনে অংশ নেবে, তা চূড়ান্ত করা হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে জাতীয় ক্রীড়া পরিষদ, তবে দল পাঠানোর দায়িত্বে থাকবে বিওএ।
জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও বিওএর নির্বাহী সদস্য মোঃ আমিনুল ইসলাম জানান, ‘‘জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর সঙ্গে সমন্বয় করে শিগগিরই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।’’
দেশের বেশিরভাগ ফেডারেশনই আর্থিক ও অবকাঠামোগত সংকটে রয়েছে। অধিকাংশ ভেন্যু জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকায় প্রশিক্ষণের কার্যকারিতা বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বিওএ। সরকার ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আন্তর্জাতিক গেমসের জন্য অর্থ বরাদ্দ দেয়, যা এনএসসি হয়ে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোতে পৌঁছায়।