শ্রীলঙ্কার মেয়ে জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউড চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী। নিজেকে প্রতিষ্ঠিত করছেন বলিউড তারকা হিসেবে। ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কার মুকুট জিতেছিলেন এই অভিনেত্রী। বলিউড অভিনয় যাত্রা শুরু কমেডি ছবি 'আলাদিন' দিয়ে।
তার রূপের সৌন্দর্যে বুদ হয়ে আছেন আট থেকে আশি। সিনেমা ছাড়াও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল অন্ত নেয়। অভিনেত্রী পাত্তা না দিলেও প্রেমিক সুকেশের আত্মাজুড়ে শুধু তার-ই নাম। ফের মিলল প্রমাণ। জেলের বাইরে থাকাবস্থায় নানারকম উপহারে মুড়িয়ে রাখতেন জ্যাকুলিন ফার্নান্দেজকে।
এবার জেল থেকেই অভিনেত্রীকে ইস্টার সানডে উপলক্ষ্যে উপহার দিয়ে চমক দিয়েছেন। সম্প্রতি মা কিম ফার্নান্দেজকে হারিয়েছেন অভিনেত্রী। প্রেমিকার মায়ের স্মৃতিকে জীবিত রাখতে ইন্দোনেশিয়ার দ্বীপ অঞ্চল বালিতে একটি ফুলের বাগান দান করেছেন সুকেশ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী জ্যাকুলিনের কাছে পাঠানো এক চিঠিতে মায়ের বিয়োগে শোক প্রকাশ করেছেন সুকেশ। ওই চিঠিতে সান্তনা জানিয়ে লিখেছেন, ‘তোমার মা আমাদের কন্যা সন্তানের রূপে আবারও পৃথিবীতে আসবেন।’
বলে রাখা ভালো, অভিনেত্রীকে সর্বশেষ ‘ফাতেহ’ সিনেমা অভিনেতা সোনু সুদের বিপরীতে দেখা গেছে। এছাড়া চলতি বছর মুক্তিপ্রতিক্ষতি সিনেমা 'হাউসফুল ৫' ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, ডিনো মোরিয়া, ফারদিন খান, সোনম বাজওয়া এবং চাঙ্কি পান্ডে।
আরএ/টিএ