দেশে ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াত দেশ ও জাতির মুক্তি ও কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা দেশ, দেশের মাটি ও মানুষকে ভালোবাসি। মানুষের কল্যাণ ও মুক্তিই হচ্ছে জামায়াতের রাজনীতির মূলনীতি।
 
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ গ্রহণ করে এসব কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো এজেন্ডা নেই জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ্বনবী (সা.) যে ইনসাফভিত্তিক, বৈষম্যমুক্ত ও শান্তির সমাজ কায়েম করেছিলেন আমরা তেমনি একটি ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি।’
 
তিনি বলেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনই সর্বময় ক্ষমতার মালিক। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছামতো কেড়েও নেন।

তিনিই মহান সত্তা, যিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন; আবার বেইজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের ওপর লাগামহীন জুলুম-নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলম, গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে।

তারা মনে করেছিল যে, তাদের এমন অপশাসন ও দুঃশাসন কেয়ামত পর্যন্ত স্থায়ী হবে। কিন্তু আল্লাহ জালেমদের ছাড় দিলেও ছেড়ে দেন না। মূলত আমাদের ওপর আল্লাহর সাহায্য এসেছে। স্বৈরাচারের সাজানো-গোছানো তখতে তাউস বালির বাঁধের মতো তছনছ হয়ে গেছে। তাই এ বিজয়কে অর্থবহ ও টেকসই করতে ঐক্যবদ্ধ হতে হবে।
 
দেশ ও জাতির মুক্তির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আর সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। চিড়িয়াখানার পশু-পাখি আল্লাহর অধীনে ও মানুষের নিয়ন্ত্রণে খুবই সুশৃঙ্খল। আর মানুষের ক্ষমতা কোনোভাবেই আনলিমিটেড নয়; আল্লাহ তা’য়ালাই সর্বময় ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। তাই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি লাভ করতে হলে সবাইকে কুরআন-সুন্নাহর আদর্শের দিকে ফিরে আসতে হবে।’

দ্বিন প্রতিষ্ঠায় সবাইকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াত আমির আরো বলেন, ‘আল্লাহ বাব্বুল আলামিন আমাদের সবার ওপর দ্বিন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানোকে অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। যুগে যুগে নবী-রাসুলগণ একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। বিশ্বনবী (সা.) একই মিশনে নিয়ে দুনিয়াতে প্রেরিত হয়ে একটি সফল বিপ্লব সাধন করতে সক্ষম হয়েছিলেন।

তিনি এ কাজ সুসম্পন্ন করেছিলেন তার ওপর অবতীর্ণ অহীর বিধানের মাধ্যমে। কিন্তু তিনি শেষ নবী হওয়ায় দুনিয়াতে নতুন করে আর কোনো অহী আসবে না। কিন্তু বিশ্বনবী (সা.)-এর ওপর নাজিলকৃত কালামে হাকিমে মানবজীবনের সব সমস্যার সমাধান দেওয়া হয়েছে। তাই আমাদের প্রত্যেককেই বাস্তবজীবনে কুরআনের আদর্শের অনুসারি হয়ে দ্বিন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।

এ সময় আমিরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সাতক্ষীরায় ধ্বংস করা হলো কার্বাইড মিশ্রিত ৯০০ কেজি আম Apr 25, 2025
img
পিএসএলে ‘চাকিং’য়ের অভিযোগের মাঝে রিজওয়ান-মুনরোকে শাস্তি Apr 25, 2025
img
কাশ্মিরের ঘটনায় মানসিক যন্ত্রণায় ভুগছে পাকিস্তানের তারকারা Apr 25, 2025
img
শাকিব খানের ‘তাণ্ডব’-এ চূড়ান্ত সাবিলা নূর Apr 25, 2025
img
কাতারের কাছে আর কোনো দেনা নেই বাংলাদেশের Apr 25, 2025
img
পাসপোর্ট অফিসে আচমকা দুদক, মিলল মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের প্রমাণ Apr 25, 2025
img
সরকার অবসরে পাঠালো সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতাকে Apr 25, 2025
img
স্ত্রীকে হত্যা করে লাশ ফেললেন সেপটিক ট্যাংকে, এরপর গেলেন ইমামতি করতে Apr 25, 2025
img
ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করে পাকিস্তানের হুঁশিয়ারি Apr 25, 2025
img
চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার Apr 25, 2025