১২ হাজার রান! টি-টোয়েন্টির বিশেষ ক্লাবে রোহিত, সামনে কেবল কোহলি

‘শেষের কবিতা’র অমিত রায়ের সেই বিখ্যাত উক্তি ধার করে রোহিত শর্মা তাঁর সমালোচকদের উদ্দেশ্যে এখন বলতেই পারেন, ‘দোহাই তোরা একটুকু চুপ কর, আমারে দে খেলিবারে অবসর।’ কম তো সমালোচনা শুনতে হয়নি তাঁকে। শরীর নিয়ে, ফিটনেস নিয়ে উঠেছে কত কথা। সমালোচকরা বলেছেন, পায়ের মুভমেন্ট শ্লথ হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, এবার অবসর নাও।

কিন্তু তিনি রোহিত শর্মা। সমালোচকদের জবাব দিয়েছেন বাউন্ডারির বাইরে পাঠিয়ে। চলতি আইপিএলে পরপর দু’টি অর্ধশতক হাঁকিয়ে হিটম্যান বুঝিয়ে দিয়েছেন, ফর্ম টেম্পোরারি আর ক্লাস চিরকালীন। বয়স তো কেবলমাত্র একটি সংখ্যা।

বুধবার নিজামদের শহরে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স। বলতে গেলে রোহিতের ব্যাটেই শেষ হয়েছে হায়দরাবাদের জয়ের স্বপ্ন। দলকে জিতিয়ে অবশ্য মাঠ ছাড়তে পারেননি। কিন্তু যে ভিত তিনি গড়ে দিয়ে আউট হন, তাতেই ম্যাচ জিতে যায় বাণিজ্য নগরীর ফ্র্যাঞ্চাইজি।

বুধের রাতে ৭০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন রোহিত শর্মা। হাঁকিয়েছেন ৮টি চার ও ৩টি ছক্কা। আর এই রান করার পথে তিনি ঢুকে পড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের বারো হাজারি ক্লাবে। যে ক্লাবের একমাত্র ভারতীয় সদস্য এতদিন পর্যন্ত ছিলেন কিং কোহলি।

টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত গুরুনাথ শর্মার মোট রান এখন ১২ হাজার ৫৮। ভারতীয়দের মধ্যে শীর্ষে থাকা বিরাট কোহলির রান ১৩ হাজার ২০৮ রান।

জাতীয় দলের হয়ে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে আর খেলেন না রোহিত। ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পরই অবসর নেন তিনি। তখন জানিয়েছিলেন, আইপিএলে খেলবেন তিনি। চলতি আইপিএলে শুরুর দিকে রান আসছিল না তাঁর ব্যাট থেকে। একের পর এক সমালোচকদের বিষাক্ত তীর ধেয়ে আসছিল তাঁর দিকে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে রানে ফেরেন তিনি। ধোনির দলের বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত ৭৬ রানের ইনিংস। এরপর হায়দরাবাদের বিরুদ্ধে করলেন মারকাটারি ৭০ রান। চলতি আইপিএলে রোহিত শর্মা এখনও অবধি ৮ ম্যাচে ৮ ইনিংসে ২২৮ রান করেছেন। গড় ৩২.৫৭ এবং স্ট্রাইকরেট ১৫৪.০৫।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার বৈপ্লবিক ওষুধ আবিষ্কার Apr 24, 2025
img
বাবরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড কোহলির Apr 24, 2025
img
এইচপির ব্যাটিং কোচ হলেন রাজিন সালেহ Apr 24, 2025
img
তিন আন্তর্জাতিক গেমসে বাংলাদেশের প্রস্তুতির দায়িত্ব নিল জাতীয় ক্রীড়া পরিষদ Apr 24, 2025
img
ভারতে বন্ধ পিএসএলের সম্প্রচার Apr 24, 2025
img
তন্ময়সহ শেখ পরিবারের চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Apr 24, 2025
img
তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার Apr 24, 2025
img
টোল প্লাজায় যুবদলের হামলার অভিযোগ, আহত পাঁচ : ১৪ লাখ টাকা লুট Apr 24, 2025
img
শ্রীলঙ্কার ৩ নাগরিক উদ্ধার, প্রশংসায় ভাসছেন ডিআইজি Apr 24, 2025
img
সরকার দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে কাজ করছে: শেখ বশিরউদ্দীন Apr 24, 2025