দেশপ্রেমের মিথ্যা বয়ানে গত ১৫ বছর গণহত্যা চালানো হয়েছে : শিবির সভাপতি

বাংলাদেশে গত ১৫ বছরে দেশপ্রেমের মিথ্যা বয়ান তুলে এবং ৭১-এর চেতনার কথা বলে গণহত্যা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জেলা ছাত্রশিবিরের আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে ‘স্মার্ট টুমে আইকন টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে আলেম-ওলামা, সেনা অফিসার ও দেশের সেরা চৌকস মানুষগুলোকে হত্যা করা হয়েছে। এ ছাড়া যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, আইন-আদালতের মাধ্যমে তাদের প্রচুর নির্যাতন করা হয়েছে। দেশপ্রেমের কথা বলে আওয়ামী লীগ যে অর্থ বিদেশে পাচার করেছে, তা দিয়ে দেশের ৪টি বাজেট করা যেত।’

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে যে বিপ্লব হয়েছে, তাতে সবার অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় অনেকের মাঝে আমি বিপ্লবের প্রতিচ্ছবি দেখি না। তারা ঠিক আগের মতোই ফ্যাসিবাদ কায়েম বা পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চব্বিশে তরুণদের বিপ্লবের মাধ্যমে যে চেতনা আমরা ধারণ করেছি, এই চেতনাকে সহজে কেউ ম্লান করে দিতে পারবে না।’

জাহিদ বলেন, ‘আমরা এমন একটি প্রজন্ম, যারা অন্যায়কে মেনে নিতে পারে না। আমি মনে করি, যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার চেষ্টা করছে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। যে নেত্রী তার নেতাকর্মীদের বিপদে ফেলে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, তারা বোকা।আপনাদের নির্মম পরিণতির জন্য দায়ী যে নেত্রী, সেই নেত্রীর জন্য আবার আপনারা নিজেদের ঝুঁকিতে ফেলছেন। আমি আপনাদের এ বিষয়ে সংশোধন ও সতর্ক হতে বলব। পাশাপাশি যারা নতুন করে আবার ফ্যাসিবাদকে কায়েম করতে চাইবে মনে রাখবে এই প্রজন্ম সুপ্ত আগ্নেয়গিরির মতো। এরা যেকোনো সময় যেকোনো প্রেক্ষাপটে আবারও জ্বলে উঠতে পারে। কারণ তারা কখনোই ফ্যাসিবাদ, অন্যায় ও জুলুমকে মেনে নেবে না। আপনারা একই কাজ করলে আপনাদের পরিণতিও অতীতের ফ্যাসিবাদ, ফেরাউনসহ জুলুমবাদকে চেয়ে ভয়ংকর হবে। সবাইকে ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।'

তিনি আরো বলেন, ‘আবরার ফাহাদকে তারই বন্ধুরা পিটিয়ে হত্যা করেছে। তিনি নামাজ পড়তেন। ইসলামী অনুশাসন মেনে চলতেন। প্রতিবেশী দেশ ভারত সব সময় আমাদের ওপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। সংস্কৃতি ও অর্থনীতি থেকে শুরু করে পানি দিয়েও আমাদের ওপর তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তারা শুষ্ক মৌসুমে তারা পানি আটকে রেখে খরা তৈরি করে এবং বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে বন্যা তৈরি করে। আবরার ফাহাদ ভারতের এই আধিপত্যবাদ ও পানি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে।’

শিবির সভাপতি বলেন, 'হরতাল চলাকালে বিশ্বজিৎকে শিবির আখ্যা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গণ-অভ্যুত্থানের সময় পুলিশের যেখানে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেখানে তারা ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার জন্য মানুষকে গুলি করে হত্যা করেছে। যারা তাকে হত্যা করেছে তারা মেধাবী হলেও মানুষ নয়।'

এ সময় তিনি মাদকমুক্ত হয়ে আল্লাহ দেখানো পথে নিজেদের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, জেলা শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ হিমু, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমানসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভোটে ইভিএম ব্যবহার না করার পক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন Jul 10, 2025
img
নির্বাচন কমিশনার মাছউদের নেতৃত্বে নির্বাচনী তদন্ত কমিটি গঠন Jul 10, 2025
img
ত্রিদেশীয় সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ Jul 10, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ৩৩৭ Jul 10, 2025
img
এবার কেউ রেহাই পাবে না: নুসরাত ফারিয়া Jul 10, 2025
img
২৪ ঘণ্টায় দেশে ২৮১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা শনাক্ত Jul 10, 2025
img
শেফালির মৃত্যু নিয়ে মন্তব্য করে বিতর্কে পায়েল রোহাতগি! Jul 10, 2025
img
বাংলাদেশে এসিসি'র বৈঠকে যোগ দিতে ভারতের আপত্তি Jul 10, 2025
img
দুবাই ক্যাপিটালসের হয়ে রাতে মাঠে নামছেন সাকিব Jul 10, 2025
img
বোনকে হারিয়ে শোকস্তব্ধ দেবশ্রী রায় Jul 10, 2025
img
পাক প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, অস্বীকার করল সরকার Jul 10, 2025
img
মেসির ছায়া হয়ে থাকতে চাই না, নিজের পথে হাঁটতে চাই: ইয়ামাল Jul 10, 2025
img
“নাক ঠিক করার পরই বলিউডে আত্মপ্রকাশ”, প্রিয়াঙ্কার অতীত তুলে ধরলেন সুনীল Jul 10, 2025
img
নাইজেরিয়ায় সেনা অভিযানে প্রাণ গেল ৩০ জনের Jul 10, 2025
img
রাজনীতি থেকে অবসর নেয়ার চিন্তা করছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? Jul 10, 2025
img
আমির-কিরণের বিচ্ছেদেও অটুট বন্ধুত্বের বন্ধন Jul 10, 2025
img
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ Jul 10, 2025
img
এসএসসি ২০২৫: নকল করে বহিষ্কার ৭২১ শিক্ষার্থী Jul 10, 2025
img
বিএনপি জুলাই অভ্যুত্থানকে খাটো করে দেখতে চায় না : মির্জা ফখরুল Jul 10, 2025
img
বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু হতে চায় চীন: চীনা পররাষ্ট্রমন্ত্রী Jul 10, 2025