পারভেজ হত্যার নেপথ্যে দুই নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে হবে : ছাত্রদল সভাপতি

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জাহিদুল ইসলাম পারভেজ হত্যামলায় প্রধান আসামিসহ ছয়জন গ্রেপ্তার হয়েছে বলে আমরা অবগত হয়েছি। কিন্তু যে দুইজন নারী শিক্ষার্থী এ ঘটনায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ট্রেস করতে পারেনি। ওই দুজনকে গ্রেপ্তার করতে হবে। তাদেরকে রিমান্ডে নিলে রহস্য উদঘাটন হবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে তিনি হত্যাকাণ্ডের শিকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের গ্রামের বাড়ি ময়মসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের পাঠক বাড়িতে গিয়ে পারভেজের কবর জিয়ারত, তার বাবা-মায়ের সাথে কথা বলার পর উপস্থিত সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন।
 
রাকিবুল ইসলাম বলেন, পারভেজ হত্যাকাণ্ডের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছে, বিশেষ করে বনানী থানার তাদের বেশ কয়েকজনের সম্পৃক্তরা রয়েছে। ইতোমধ্যে তদের একজন গ্রেপ্তারও হয়েছে। আমরা তাদের প্রতি আহবান জানাই, তারা যেনো তাদের সংগঠনকে যেনো চেইন অব কমান্ডের মাঝে নিয়ে আসে এবং সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজ বিরুদ্ধে এবং অর্থের জন্যে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়।

তিনি বলেন, তরুণ প্রজন্ম যদি একবার বিপথগামী হয়ে যায়, সে প্রজন্মকে আর সুপথে নিয়ে আসা যাবে না। এখনো বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের বেশ কিছু অনুসারী এখনো স্বপ্ন দেখে বড় ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে আবারো বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার। কতটা বিভ্রান্ত্র হলে দুই হাজারেরও অধিক ছাত্রজনতাকে হত্যার পরও একটা ছাত্র সংগঠন এরকম স্বপ্ন দেখতে পারে!

স্থানীয় সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেদিন বিকেলে পারভেজ হত্যাকাণ্ডের পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা জড়িত তাদের যেনো আসামি না করা হয় সে জন্যে তারা সর্বদিক দিয়ে সর্বোচ্চ প্রেসার ক্রিয়েট করেছে।সেদিন রাতে তারা যে প্রেস কনফারেন্স করেছে এটি তাদের নেতৃত্বের ইমমেচ্যুরিটি বলে মনে করবো।
 
তিনি আরো বলেন, ছাত্রদল ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আমরা পাভেজের পরিবারকে আশ্বস্ত করেছি তারা তাদের একমাত্র ছেলে সন্তানকে হারিয়েছে। কিন্ত ভালুকা উপজেলার ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা তাদের সন্তান হিসাবে সবসময় তাদের পাশে থাকবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, মশিউর রহমান মামুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক দাউদ রায়হান, মহানগর ছাত্রদলের সভাপতি নাঈমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ওই সময় উপস্থিত ছিলেন।

এরআগে তিনি পারভেজ হত্যাকীদের ফাঁসির দাবিতে ভালুকা সদরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্প কোন ধরনের শিরার সমস্যায় ভুগছেন? Jul 19, 2025
img
নাসিরুদ্দীন পাটওয়ারীর সেই বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বক্তব্য Jul 19, 2025
img
শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে, পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ Jul 19, 2025
img
নির্বাচনে ভুল না করতে দায়িত্বশীল হওয়ার আহ্বান তারেক রহমানের Jul 19, 2025
‘দেশের সেবা করার সুযোগ পেলে জামায়াত সেবক হবে, মালিক না Jul 19, 2025
img
ব্যাটে-বলে ব্যর্থ সাকিব, হারল দল Jul 19, 2025
img
চার ঘণ্টা ধরে লাইনচ্যুত পাহাড়িকা, চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলে বিপর্যয় Jul 19, 2025
img
জামায়াত আমির সুস্থ আছেন, গুরুতর কিছু হয়নি : তাহের Jul 19, 2025
img
হাসপাতালে জামায়াত আমিরের পাশে বিএনপি মহাসচিব ও ড. মঈন খান Jul 19, 2025
img
এসএসসি পুনঃনিরীক্ষণ: শুধু ঢাকায় ৯২ হাজার শিক্ষার্থী, সর্বমোট আবেদন ২ লাখ ২৩ হাজার Jul 19, 2025
img
নতুন বিপ্লবের ডাক দিয়ে সাদিক কায়েম বক্তব্য Jul 19, 2025
img
ঘূর্ণিঝড় নয়, তবে লঘুচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে Jul 19, 2025
img
উচ্চ কক্ষে যারা পিআর চায় না তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার Jul 19, 2025
img
নির্বাচনের দিন-তারিখ ঘোষণা হয়নি কিন্তু পিআরে'র দাবিতে সোহরাওয়ার্দীতে সমাবেশ করছে : সালাহউদ্দিন আহমদ Jul 19, 2025
img
ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির পদত্যাগ Jul 19, 2025
img
সৃজিত-সুস্মিতার বন্ধুত্বে প্রেমের গন্ধ? সৃজিত বললেন, ‘রিল্যাক্স’ Jul 19, 2025
যেকোনো দলকে হারানোর মতো সামর্থ্য আছে; লিটন দাস Jul 19, 2025
img
করলে তো অনেক কিছু করা যায়, রিশাদকেও ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া যায় : লিটন Jul 19, 2025
বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের Jul 19, 2025
বক্তব্য রাখছেন জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ান Jul 19, 2025