গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল। সেই সাফল্যের প্রতিফলন দেখা গেল এবারের ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে। ইউরোপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন ক্লাবটির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
সেরা কোচের পুরস্কারও জিতেছেন পিএসজির ট্যাকটিশিয়ান লুইস এনরিকে। বর্ষসেরা দলেও ছয়জন খেলোয়াড় নিয়ে স্পষ্ট দাপট দেখিয়েছে প্যারিসের ক্লাবটি। সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন পিএসজির হয়ে ইতিহাস গড়ে পরে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া জিয়ানলুইজি দোনারুমা।
পিএসজির হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটানোর স্বীকৃতি পেয়েছেন দেম্বেলে। ক্লাবের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে তিনি ছিলেন অন্যতম সেরা পারফর্মার। ইউরোপীয় জয়ের অভিযানে তিনি করেছেন আটটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট। ২০২৪-২৫ মৌসুমে মহাদেশীয় প্রতিযোগিতা ও লিগ ১ উভয় ক্ষেত্রেই মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হন তিনি। পিএসজির ঘরোয়া ট্রেবল জয়ের পেছনেও ছিল তার অসামান্য অবদান। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় দলকে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতেও ভূমিকা রাখেন। তবে ফাইনালে চেলসির কাছে হেরে যায় পিএসজি।
বার্সেলোনা ও স্পেন যথাক্রমে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোর ফাইনালে হেরে গেলেও আইতানা বোনমাতি এই দুই প্রতিযোগিতার মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের পথেও এই মিডফিল্ড জাদুকর অনুপ্রেরণামূলক ভূমিকা পালন করেন। এর ফলে টানা তৃতীয়বার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।
বর্ষসেরা পুরুষ দলে পিএসজির আধিপত্য স্পষ্ট। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা, যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলছেন, তার সঙ্গে দলে আছেন আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস, ভিতিনহা ও উসমান দেম্বেলে। এছাড়া ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল বিজয়ী কোল পামার এবং স্প্যানিশ কিশোর সেনসেশন লামিনে ইয়ামালও জায়গা করে নিয়েছেন দলে।
সেরা ফিফা পুরুষদের একাদশ
গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুমা
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস
মিডফিল্ডার: কোল পামার, ভিতিনহা, পেদ্রি, জুড বেলিংহাম
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল
এমআর/টিএ