বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, দুর্নীতিমুক্ত বাণিজ্য পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময় যে কোনও আন্তর্জাতিক বাণিজ্যিক সমস্যা সমাধানে বাণিজ্য মন্ত্রণালয়ের সহায়তার আশ্বাস দেন তিনি।
এছাড়া ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে রপ্তানিতে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন শেখ বশিরউদ্দীন জানান, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নতুন উদ্ভাবনে যেতে হবে, নতুন বাজার খুঁজতে হবে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক ব্যবসা পরিধি বৃদ্ধিতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যতা এখন সময়ের দাবি। শুধু কিছু নির্দিষ্ট পণ্যের ওপর নির্ভর করে টিকে থাকা সম্ভব নয়।
আরআর/টিএ