লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো—ফুটবল বিশ্বে কে সেরা? দীর্ঘ সময় ধরে চলমান এ ‘কন্ট্রোভার্সি’ যেন শেষ হওয়ার নয়। সেরার তালিকায় ক্রমান্বয়ে যোগ হচ্ছেন কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামাল। যদিও ফরাসি ও স্পেনের দুই তারকা এসব বিতর্ক থেকে নিজেদের আড়ালে রেখেছেন।
তুলনা ইস্যুতে চুপচাপ থাকলেও প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হয় দুজনকে। যেমন আজ যুক্তরাষ্ট্রের ‘সিবিএস নিউজ’ এর ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে হাজির হওয়া বার্সেলোনা রাইট উইঙ্গার ইয়ামালকে প্রশ্ন করা হয়েছিল, তিনি মেসির মতো হতে চান কিনা। উপস্থাপকের প্রশ্নের উত্তর বেশ গুছিয়ে দেন তিনি। বার্সা উইঙ্গার পরিষ্কার জানিয়েছেন, তিনি মেসির মতো হতে চান না। নিজের পথটা তিনি গড়তে চান নিজের মতো করে। আর মেসিও নাকি সেটা জানেন।
মেসিকে নিয়ে তুলনা ইস্যুতে কথার শুরুতেই ইয়ামাল বলেছেন,
“তিনি যা এবং ফুটবলে যা, সে জন্য তাকে সম্মান করি। মাঠে দেখা হলে পারস্পরিক সম্মান থাকবে। আমার কাছে তিনিই ইতিহাসের সেরা।”
ইয়ামাল জানিয়েছেন, তিনি কেবল নিজস্ব পথ অনুসরণ করতে চান। তিনি বলেছেন,
“যখন আমি ছোট ছিলাম, তখন মেসির পাস নিয়ে অধ্যয়ন করতাম। অন্যরা সুন্দর পাস দিত, কিন্তু মেসির পাসগুলো প্রায়ই গোলে পরিণত হত। আমি সবসময় মনে করতাম, পাস দেওয়া ড্রিবলিং-এর চেয়ে বেশি আকর্ষণীয়।”
বার্সেলোনার ১৮ বছর বয়সী রাইট উইঙ্গার বলেছেন,
“আমি মানুষকে আনন্দ দিতে খেলি। আমি একজন অ্যাথলেট যে বিনোদন দেয়। সব বিশ্বরেকর্ড ভাঙা, লাখো গোল করা বা লাখো ড্রিবল করা আমার লক্ষ্য নয়। আমি খেলাটাই উপভোগ করতে চাই। চাই ছোটরা আমার মতো হোক। হ্যাঁ, অনেক গোল করলে ভালোই হয়। তবে আমার বিশ্বাস, ফুটবল এর চেয়ে আরও বেশি কিছু।”
মরক্কোর হয়ে না খেলে স্পেনের হয়ে খেলার বিষয়ে ইয়ামাল বলেছেন,
“আমি মরক্কোর হয়ে খেলব ভেবেছিলাম। তখন মরক্কো বিশ্বকাপে সেমিফাইনালে উঠে।”
তবে যখন সুযোগ আসে, অর্থাৎ জাতীয় দল বাছাইয়ের সুযোগ, তখন সিদ্ধান্ত পরিবর্তন করেন ইয়ামাল। তিনি বলেছেন,
“আমার কোনো সন্দেহ নেই যে মরক্কোর প্রতি আমার পূর্ণ ভালোবাসা ও সম্মান রয়েছে। আমি আসলে ইউরোপে খেলতে চেয়েছিলাম।”
নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছেন,
“বিশ্বে সবচেয়ে বেশি দেখা হয় ইউরোপিয়ান ফুটবল এবং আমি বিশ্বাস করি এখানকার খেলা আন্তর্জাতিক মানের।”
পিএ/টিএ