কাশ্মীর ইস্যুতে তীব্র উত্তেজনার মধ্যেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তান সীমান্ত অতিক্রম করে ভুল করে ঢুকে পড়লে তাকে আটক করে পাকিস্তানি রেঞ্জার্স। খবর হিন্দুস্তান টাইমস ও পিটিআই-এর।
প্রতিবেদনে বলা হয়, আটক বিএসএফ সদস্য ১৮২ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল। তিনি পাঞ্জাব সীমান্তে দায়িত্বরত ছিলেন। কৃষকদের সঙ্গে ছায়ায় বসে বিশ্রাম নেওয়ার সময় অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেন। তখন তিনি ইউনিফর্ম পরিহিত ও সার্ভিস রাইফেল বহনকারী ছিলেন।
ঘটনার পরপরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শুরু হয়েছে, যাতে ওই জওয়ানের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে যেকোনো সময় হামলার আশঙ্কাও প্রকাশ করেছে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা, যা আরও উদ্বেগ বাড়িয়েছে।