হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট অনলাইনে

বাংলাদেশের জার্সিতে অভিষেকটা হয়ে গেছে হামজা চৌধুরীর। তবে সেটা ছিল প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠের দর্শকরা এখনও সরাসরি মাঠে বসে দেখতে পারেননি তার খেলা। সে আক্ষেপটা ঘুচে যাচ্ছে আগামী জুনে।

এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ দিয়ে ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেড মিডফিল্ডারের। হামজাদের এই ম্যাচ ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এই ম্যাচের টিকিট বিক্রি হবে অনলাইনে। বৃহস্পতিবার কম্পিটিশন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কম্পিটিশন কমিটির সদস্য ও আরামবাগ ক্লাবের সভাপতি তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। সমর্থকরা যেন মাঠে এসে খেলা দেখতে পারেন এজন্য আলোচনা করেছি। জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের সহায়তা করছে।’

তিনি যোগ করেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট আমরা অনলাইনে বিক্রি করব। মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে টিকিটের দাম ঠিক করা হবে।’

তাজওয়ার আউয়াল বলেন, ‘গ্যালারির (সাধারণ) জন্য আমরা ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করব। সমর্থকরা যেন খেলা দেখতে আসেন এবং টিকিট বিক্রি করে বাফুফেরও আয় হয়, দুই দিকই বিবেচনা করা হবে।’

১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। ৫ জুন সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে সুদান।

এই ম্যাচটিও জাতীয় স্টেডিয়ামে হতে পারে। যদি তাই হয়, তাহলে সিঙ্গাপুরের ম্যাচের আগেই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে হোম ভেন্যুতে অভিষেক হবে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ