কিয়েভে হামলায় আমি খুশি নই: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই হামলায় তিনি ‘খুশি নন’।

এসময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তবে রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি। শুক্রবার (২৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে চালানো এসব হামলায় অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। গত বছরের জুলাইয়ের পর কিয়েভে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এই হামলা চালানোর প্রয়োজন ছিল না। আমি এতে (কিয়েভে হামলা) খুশি নই। ভ্লাদিমির (রাশিয়ার প্রেসিডেন্ট) থামুন! প্রতি সপ্তাহে পাঁচ হাজার সেনা মারা যাচ্ছে। আসুন শান্তি চুক্তি সম্পন্ন করি।’

তিনি আরও জানান, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই পক্ষের ওপরই ‘জোরালো চাপ’ প্রয়োগ করছেন। এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তিচুক্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে—যা ট্রাম্প তার নির্বাচনী প্রচারে দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এই হামলা শান্তির পথকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার প্রথম দিন থেকেই ইউক্রেইন যুদ্ধ সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। এরপর থেকে এখন পর্যন্ত ১০০ দিন হতে চলেছে। তবুও যুদ্ধ অবসানের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। 

আরএম/টিএ

Share this news on: