ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর মালিকানাধীন রিয়াল ভায়োদলিদ বৃহস্পতিবার রিয়াল বেটিসের কাছে ৫-১ গোলের ব্যবধানে পরাজিত হয়ে লা লিগা থেকে অবনমিত হয়েছে। রোনালদোর অধীনে এটি ভায়োদলিদের গত সাত বছরে তৃতীয় অবনমন। এমনকি, রোনালদো বর্তমানে ক্লাবটি বিক্রির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
ক্লাবের সমর্থকেরা রোনালদোর উপস্থিতি ও মনোযোগের অভাব নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন।
পয়েন্ট তালিকার সবচেয়ে নিচে থাকা ভায়োদলিদ তাদের শেষ ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই হেরেছে এবং তাদের গোল পার্থক্য এখন মাইনাস ৫৭।
দুঃস্বপ্নের এই মৌসুমে দুজন কোচকে বরখাস্ত করেছে ক্লাবটি। কিন্তু মাঠের চিত্র বদলায়নি।
এরপর ফেব্রুয়ারিতে সাবেক ভায়োদলিদ খেলোয়াড় আলভারো রুবিও দায়িত্ব নেন।
রুবিও বলেন, ‘আমরা কোনো অজুহাত দিতে পারি না। আমরা প্রথম বিভাগের মান অনুযায়ী খেলিনি। আমাদের দায়িত্ব নিতে হবে এবং স্বীকার করতে হবে যে আমরা ভালো করতে পারিনি।
এখন মর্যাদা নিয়ে মৌসুম শেষ করার চেষ্টা করতে হবে।’
ভায়োদলিদ ২০২০-২১ এবং ২০২২-২৩ মৌসুমেও অবনমিত হয়েছিল, তবে দুইবারই পরের মৌসুমে আবার প্রথম বিভাগে ফিরে আসে।
আরএম/টিএ