এনসিপি নেত্রী তাসনিম জারাকে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।
শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আমাদের অধিকাংশ মেধাবী মানুষ ইতিমধ্যেই দেশ ছেড়ে চলে গেছে। ধীরে ধীরে এই দেশটা বোকা মানুষের দেশে পরিণত হচ্ছে। যারা ফিরে এসেছে এবং পরিবর্তন আনার চেষ্টা করছে, তাদের চুপ করানোর চেষ্টা করবেন না।”
শবনম ফারিয়া আরও লিখেছেন, “যখন সরকার বিবাহিত ধর্ষণকে অপরাধ হিসেবে বিবেচনার কথা ভাবছে, তখন আপনি একজন নারীকে—যিনি মানুষকে সচেতন করার চেষ্টা করছেন—তাকেই আইনি নোটিশ পাঠাচ্ছেন? সে এমন একজন, যে আন্তর্জাতিক সুযোগ-সুবিধা ছেড়ে এই দেশের জন্য কাজ করতে ফিরেছে, যেন একটি সচেতন ও স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তোলা যায়। আর আপনি তাকে এইভাবে পুরস্কৃত করছেন?”
শবনম ফারিয়ার এ পোস্টের পর থেকে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে।
এফপি/টিএ