ফ্লোরাল থেকে ফিউশন, শাড়ি থেকে স্ট্রিট—একের পর এক সাহসী লুকে নজর কাড়ছেন পালক তিওয়ারি। সাম্প্রতিক সময়ের আলোচিত ফ্যাশন প্ল্যাটফর্ম HT City Showstoppers-এ খোলামেলা কথোপকথনে নিজের স্টাইল ফিলোসফি স্পষ্ট করেছেন তিনি। জানিয়েছেন, স্টাইলের পেছনে না ছুটে বরং আত্মবিশ্বাসের ওপর ভরসা রেখেই গড়ে তুলেছেন নিজের ফ্যাশন পরিচয়।
পালক বলেন, "যেটা আমাকে আত্মবিশ্বাসী করে তোলে, সেটাই পরি। আর এই শিক্ষা আমার মা শ্বেতা তিওয়ারির কাছ থেকেই পাওয়া।"
পালকের স্টাইল লুকবুকে জায়গা করে নিয়েছে একাধিক অনবদ্য পোশাক। যেমন, হোয়াইট এমব্রয়ডারি ভেস্টের সঙ্গে রাফল মিডি স্কার্ট আর আনকাট হিরে, নীলকান্ত, মুক্তো ও রুবিতে সাজানো চকচকে চোকার, যা তাকে রাজকীয় অথচ আধুনিক আবহ দিয়েছে। আবার কখনও দেখা গেছে লাল ফ্লোরাল র্যাপ ড্রেসে—যার বাঁশের মোটিফ এনে দিয়েছে গ্রীষ্মের স্পর্শ। শাড়ি লুকে তিনি বেছে নিয়েছেন সবুজ স্যাটিনে গোলাপি ফ্লোরাল টাচ, সাথে বড় পোলকি দুল।
ব্রাইডাল লুকেও পিছিয়ে নেই পালক। সোয়ারভস্কি খচিত ব্লাউজের সঙ্গে ম্যাচিং লেহেঙ্গায় তাকে দেখা গেছে বন্ধুদের বিয়ের জন্য একেবারে প্রস্তুত। গ্ল্যামার আর সাবলীলতার অনন্য মিশেলে প্রতিটি লুকেই ফুটে উঠেছে তার ব্যক্তিত্ব।
পালক স্পষ্ট করে বলেছেন, "আমি ট্রেন্ড বানাতে চাই না, ওটা নিজে থেকেই আসে—যদি তুমি নিজের খোলসে স্বচ্ছন্দ থাকো।"
মানবিক দৃষ্টিভঙ্গিও রেখেছেন তিনি সামনে। বলেছেন, "আমারও খারাপ চুলের দিন হয়। সবসময় ত্বক নিখুঁত থাকে না। আমি একজন মানুষ।" এই স্বাভাবিকতাই তাকে করে তুলেছে আরও বেশি বাস্তব, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য।
ভারতীয় ফ্যাশনের প্রতি তার ভালোবাসাও স্পষ্ট, "আমি যেমন ট্যাঙ্ক টপ ও ডেনিম পরে আধুনিক লাগে, তেমনই কুর্তি-জিন্স পরেও ঠিক তেমনই অনুভব করি। ভারতীয় ফ্যাশন সময়ের সাথে সাথে বদলেছে, কিন্তু তার ঐতিহ্য অটুট থেকেছে।"
সব মিলিয়ে, পালক তিওয়ারি এখন আর শুধু একজন ফ্যাশন আইকন নন—তিনি নিজেই একটি স্টেটমেন্ট। ব্রাইডাল ঝলক হোক বা বোহো লেহেঙ্গা, তার প্রতিটি লুক বলছে নিজের মতো থাকার কথা। চুপচাপ স্টাইল করে নয়, আত্মবিশ্বাসের কণ্ঠে দৃঢ়ভাবে উচ্চারণ করেই তিনি নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণা।
এফপি/টিএ